আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা বেজে গেল। জানুয়ারিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বছরের মাঝামাঝি হবে নির্বাচন। শোনা যাচ্ছে, আগস্ট-সেপ্টেম্বর মাসে নির্বাচন হতে পারে। মঙ্গলবার বিকেলে ক্লাব তাঁবুতে কর্মসমতির সভা ছিল। সেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের সময় বা দিনক্ষণ জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, নির্বাচনের জন্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যার নেতৃত্বে থাকতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। মঙ্গলবারের বৈঠকে এজিএমের তারিখ নির্দিষ্ট করা হয়। ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবের বার্ষিক সাধারণ সভা।
এদিনের বৈঠকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের কমিটি গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে। তবে বিস্তারিত জানা যায়নি। এই কমিটিই নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট করবে। নতুন বছরে মোহনবাগান ক্লাবতাঁবুতে চুনী গোস্বামীর জন্মদিন পালন করা হবে। সেদিন মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ক্লাবে আসার অনুরোধ জানানো হয়েছে। ক্লাবে ক্রিকেটের একটি পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। সেদিন সেটার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন কপিল দেবের বিশ্বজয়ী দলের উইকেটকিপার সৈয়দ কিরমানি।
