আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৫–২৬ মরসমের ক্রিকেট দল ঘোষণা করল মোহনবাগান। বেশ শক্তিশালী দল গড়া হয়েছে। সবুজ–মেরুন ক্লাবের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোহনবাগান আসন্ন মরশুমের জন্য ক্রিকেট দল ঘোষণা করতে পেরে গর্বিত। ভারতীয় ক্রিকেটে তার সমৃদ্ধ ঐতিহ্য বজায় রাখতে ক্লাবটি একটি শক্তিশালী দল গঠন করেছে।’


এবছর দলে নেওয়া হয়েছে অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরন, সাকির হাবিব গান্ধী, অরিন্দম ঘোষ, অভিষেক রামন, বিবেক সিং, আমির গনি, কাইফ আহমেদ, প্রদীপ্ত প্রামানিকের মতো ক্রিকেটারকে। এছাড়াও আছেন রাজকুমার পাল, জেসাল কারিয়া, প্রিনান দত্ত, রবি কুমারের মতো স্থানীয় ক্রিকেটের একাধিক চেনা মুখ।

 

আরও পড়ুন:‌ বারবার বলা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না, এবার ক্রিকেটার পৃথ্বীকে ১০০ টাকা জরিমানা করল আদালত...


এটা ঘটনা, গত বছরের দল থেকে পেসার ঈশান পোড়েল ছাড়া তেমন কোনও ক্রিকেটারকে ধরে রাখেনি সবুজ–মেরুন শিবির। কোচ হয়েছেন সঞ্জীব গোয়েল। বুধবার সিএবি–তে সই পর্ব সারবেন মোহনবাগান ক্রিকেটাররা। বুধবার সই পর্ব সারবে মহামেডানও। গত বছর দলে থাকা সুদীপ চট্টোপাধ্যায়, নীলকান্ত দাস, বি অমিত, ঋত্বিক চট্টোপাধ্যায়, গীতিময় বসুরা এবারও খেলবেন সাদা–কালো জার্সিতে। অন্যদিকে, এবছর বড়িশা স্পোর্টিংয়ে থেকে গেলেন অভিষেক পোড়েল, করণ লাল, সুমন্ত গুপ্তরা। জয়জিৎ বসু সই করেছেন কালীঘাটে।

 

আরও পড়ুন:‌ শুধু কলার জন্যই ৩৫ লক্ষ!‌ কোথায় লাগল এত টাকার ফল, হিসেব দেখে মাথা ঘুরে গেল কর্তৃপক্ষের ...


মোহনবাগান ক্রিকেট দল:‌ অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, সাকির হাবিব গান্ধী, অরিন্দম ঘোষ, অভিষেক রমন, বিবেক সিং, প্রদীপ্ত প্রামানিক, আমির গনি, রাজকুমার পাল, কাইফ আহমেদ, ঈশন পোড়েল, রবি কুমার, দীপক কুমার, প্রদীপ কুমার, জেসাল কারিয়া, চিরাগ গান্ধী, প্রিনান দত্ত, তুহিন ব্যানার্জি, কুন্তল মুখার্জি। 
কোচ:‌ সঞ্জীব গোয়েল 

আরও পড়ুন:‌ একই দিনে হেরে বসল ব্রাজিল, আর্জেন্টিনা, বিশ্বকাপের যোগ্যতা পর্বে বড় জয় নরওয়ের ...