আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি। রবিবার শেষ আটের লড়াইয়ে মুখোমুখি কলকাতার দুই প্রধান। ম্যাচটা সন্ধে সাতটায়। প্রথম কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের মুখোমুখি ইন্ডিয়ান নেভি। দ্বিতীয় ম্যাচ বোরোল্যান্ড এবং নর্থ ইস্ট ইনসাইটেডের মধ্যে। তৃতীয় ম্যাচে মুখোমুখি জামশেদপুর এবং ডায়মন্ড হারবার। শেষ কোয়ার্টার ফাইনালে ডার্বি। মঙ্গলবার রাতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি নিয়ে চলল চূড়ান্ত নাটক। প্রথমে জানা গিয়েছিল, রবিবার যুবভারতীতে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেদিনই তার আগে জামশেদপুর এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের। ম্যাচটা জামশেদপুরে বিকেল চারটের সময় হওয়ার কথা ছিল। কিন্তু বদলে গেল সূচি। শেষপর্যন্ত রবিবারই হচ্ছে ডার্বি। অবশ্য প্রথমে শোনা গিয়েছিল, রবিবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে ইস্ট-মোহন। শেষ আটে দুই প্রধানকে খেলাতে মরিয়া ছিল ডুরান্ড কমিটি। সেই মতো ব্যবস্থাপনাও শুরু হয়েছিল। কিন্তু বেঁকে বসে দুই প্রধানই। সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে চায়নি ইস্ট-মোহন। তাই শেষপর্যন্ত ডুরান্ড কমিটি পরিকল্পনা বদলানোর কথা ভাবে। বিষয়টি যুক্তিসঙ্গত ছিল। কারণ দুই গ্রুপে একনম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। তাই কোনওভাবেই শেষ আটের লড়াইয়ে দুই প্রধানের মুখোমুখি হওয়ার কথা নয়। পৃথিবীর কোনও প্রান্তে এমন হয় না। কিন্তু ডুরান্ড কাপে হতে চলেছে।
শেষমেষ বহু জল্পনা-কল্পনার পর রবিবারই হচ্ছে ডুরান্ড ডার্বি। আসন্ন ডার্বির টিকিটের দাম কত রাখা হবে? প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, ডার্বির টিকিটের দাম ২০০ এবং ৩০০ টাকা ধার্য করা হচ্ছে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে, ১৬ এবং ১৭ আগস্ট টিকিট কাটতে পারবে সমর্থকরা। দুই ক্লাবেই টিকিট পাওয়া যাবে। গ্রুপের শেষ ম্যাচে চোটের জন্য প্রথম দলের পাঁচজন ফুটবলকে পাননি মোলিনা। তবে আশা করা যাচ্ছে, ডার্বিতে তাঁদের পাওয়া যাবে। ডুরান্ডের সূচি অনুযায়ী কলকাতায় একটাই কোয়ার্টার ফাইনাল। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও গ্রুপ শীর্ষে থেকে শেষ করেছে। শেষ ম্যাচে বিএসএফকে ছয় গোলে হারায়। গ্রুপের একনম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করার পর, অস্কার ব্রুজো জানান, ডার্বির জন্য তাঁর দল তৈরি। দীর্ঘদিন পর মরশুমের শুরুটা ভাল করেছে ইস্টবেঙ্গল। তাই ডুরান্ড জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে লাল হলুদ সমর্থকরা। এবারের টুর্নামেন্টে আইএসএলের একাধিক দল নাম প্রত্যাহার করে নেওয়ায় দুই প্রধানের সামনে চ্যালেঞ্জ তেমন নেই বললেই চলে। অর্থাৎ, কলকাতায় ডুরান্ড ফেরার সম্ভাবনা প্রবল। তবে সূচি অনুযায়ী, শেষ আটের লড়াই থেকেই ছিটকে যাবে কলকাতার এক প্রধান।
