আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের প্রথম ম্যাচে আটকে গেল মহমেডান স্পোর্টিং। শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিসের সঙ্গে ২-২ গোলে ড্র করল সাদা কালো ব্রিগেড। মেহরাজউদ্দিন ওয়াডুর অধীনে আশা জাগিয়ে শুরু করে কলকাতার প্রধান। শুরুতেই লালথানকিমার গোলে এগিয়ে যায় মহমেডান। ম্যাচে ১৬ মিনিটে গোল করেন। তার তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় পুলিশ। ১৯ মিনিটে ১-১ করেন রাহুল নস্কর। বিরতির আগেই আবার এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। ম্যাচের ২৯ মিনিটে ২-১ করেন লালগাইসাকা। বিরতিতে এক গোলে এগিয়ে ছিল মহমেডান। কলকাতার প্রধানের দাপুটে শুরু সত্ত্বেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে পুলিশ।
ম্যাচের ৫৪ মিনিটে ২-২ করেন সন্দীপ ওরাও। তিন পয়েন্ট হাতছাড়া হলেও, লড়াই করে মহমেডানের তরুণ ব্রিগেড। তাই একেবারেই হতাশ নয় মেহরাজ। দলের খেলায় খুশি মহমেডান কোচ। মেহরাজ বলেন, 'দল ভাল খেলেছে। আমরা সবে দশদিন আগে শুরু করেছি। দু'বার এগিয়ে গিয়েও জিততে পারিনি। আমাদের অভিজ্ঞতা নেই। আশা করছি পরের ম্যাচগুলোতে দল আরও ভাল খেলবে।' একাধিক সুযোগ তৈরি সত্ত্বেও কনভার্ট হয়নি। তবে এই নিয়ে বিশেষ ভাবিত নন মেহরাজ। গোলের সুযোগ তৈরি হওয়াকে গুরুত্ব দিচ্ছেন। সবে দশদিন আগে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করেছে মহমেডান। পরবর্তী ম্যাচে আরও ভাল খেলার প্রতিশ্রুতি দিলেন মেহরাজ।
