আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিং সেই সাদা-কালোই। কলকাতা লিগে দুটো ম্যাচ খেলে ফেলল। অথচ এখনও জয়ের মুখ দেখল না। 

কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ড্র করেছিল সাদা-কালো ব্রিগেড। এদিন ইউনাইটেড স্পোর্টসের কাছে ৩-০ গোলে হার মানতে হল মেহরাজউদ্দিনের ছেলেদের। 

মহমেডান ক্লাব মানেই সমস্যা আর সমস্যা। কাসিমভের বকেয়া বেতন মেটাতে না পারায় ট্রান্সফার ব্যানের কবলে পড়েছিল রেড রোডের ধারের ক্লাবটি। আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ গোমেজও বেতন না পাওয়ায় অভিযোগ জানান। এই পরিস্থিতিতে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নেমে হারতে হল তিন গোল হজম করে।

প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল। ইউনাইটেড এগিয়ে যায়  দীপেশ মুর্মুর গোলে। ৭৫ মিনিটে ইউনাইটেডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাহিল হরিজন। জোড়া গোলের মালিক তিনি।

সাহিল হরিজনের জাদু গোল নিয়ে ময়দান সরগরম।  এদিন ফের গোল করলেন। এদিকে মোহনবাগানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন রেলওয়ের তারক হেমব্রম। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ পোস্টার ব্যবহার করল ইউনাইটেড স্পোর্টস।