আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কবলে পড়ল মহমেডান স্পোর্টিং। আর্থিক জরিমানা করা হল কলকাতার তৃতীয় প্রধানকে। কেরল ব্লাস্টার্স ম্যাচে দর্শকদের অভব্য আচরণের জন্য এক লক্ষ টাকা জরিমানা এবং শোকজ করা হল মহমেডানকে। শোকজের জবাব দেওয়ার জন্য হাতে চারদিন সময় আছে সাদা কালোর কর্তাদের। শনিবার ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে মহমেডানের পরের আইএসএলের ম্যাচ। তার আগে শোকজের জবাব দিতে হবে। উত্তরে সন্তুষ্ট না হলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
সোমবার মহমেডানের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ দায়ের করে কেরল ব্লাস্টার্স কর্তৃপক্ষ। সাদা কালোর সমর্থকদের বিরুদ্ধেও আইএসএল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। রবিবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে সমর্থকদের তাণ্ডবে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। ম্যাচ শেষে মহমেডানকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করায় ক্ষেপে যায় সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠে বোতল, ইঁট-পাটকেল পড়তে শুরু করে। কেরল ব্লাস্টার্সের সমর্থকদেরও আক্রমণ করে মহমেডানের সাপোর্টাররা। সমস্ত ছবি এবং ভিডিও ফুটেজ আইএসএল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এবারই প্রথম আইএসএলে খেলছে কলকাতার ক্লাব। সমর্থকদের আচরণের জন্য শুরুতেই বিপাকে পড়তে হল।
