আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান। কলকাতায় ফিরছেন না আন্দ্রে চের্নিশভ। শেষমেষ মহমেডানের সঙ্গে গাঁটছড়া ভাঙল। শুক্রবার দুপুরে একটি বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়। বাকি মরশুমের জন্য অন্তর্বর্তী কোচ হিসেবে মেহরাজউদ্দিন ওয়াডুর নাম ঘোষণা করা হয়েছে। সুতরাং, মরশুমের বাকি ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন মেহরাজ। এদিন বাঙ্কারহিল, শ্রাচী গ্রুপ এবং মহমেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এমন ঘোষণা করা হয়। চলতি মরশুমে তিনটে ম্যাচ বাকি আছে সাদা কালো ব্রিগেডের। শেষ তিন ম্যাচে কোচের হটসিটে থাকবেন মেহরাজ। যদিও গত কয়েকটি ম্যাচ ধরে তিনিই দল সামলাচ্ছেন। জোড়া কলকাতা ডার্বিতেও তিনিই কোচ ছিলেন।
তিন মাসের বেতন বাকি থাকায় হঠাৎ পদত্যাগ করে রাশিয়া পাড়ি দেন চের্নিশভ। তার আগে সোসিয়াল মিডিয়ায় বড়সড় একটি পোস্ট করেন। যেখানে মহমেডান ক্লাবের কর্তাদের দায়ী করেন। সেদিনই হোটেল ছেড়ে মস্কোর বিমানে চড়েন। সামনে দুটো কলকাতা ডার্বি থাকা সত্ত্বেও কোনও তোয়াক্কা করেননি। তাতে চটে যায় মহমেডানের কর্তারা। কিন্তু ঘটনার পরের দিনই বাঙ্কারহিল এবং শ্রাচীর দেওয়া যৌথ বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, পদত্যাগ প্রত্যাহার করেছেন চের্নিশভ। দিন দশেকের ছুটি কাটিয়ে ফিরে আসবেন। যা নিয়ে অসন্তুষ্ট হন মহমেডানের কর্তারা। তাঁকে ফেরানোর পক্ষে ছিলেন না তাঁরা। চের্নিশভের সঙ্গে যোগাযোগ করা হলে রাশিয়া থেকে জানান, পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। ভবিষ্যৎ নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন। তারপর বেশ কয়েকদিন গড়িয়ে গিয়েছে। বাকি মাত্র তিনটে ম্যাচ। শেষ কয়েকটা ম্যাচে কোচের দায়িত্ব সামলেছেন মেহরাজ। তাই শেষপর্যন্ত আর রুশ কোচকে ফেরানো হচ্ছে না।
