আজকাল ওয়েবডেস্ক: দু'ম্যাচে এক পয়েন্ট। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে প্রথম ম্যাচে হারের পর এফসি গোয়ার সঙ্গে ড্র। এবার তৃতীয় ম্যাচে নামতে চলেছে মহমেডান স্পোর্টিং‌। বৃহস্পতিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ সাদা কালো ব্রিগেডের। আরও একটি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতার প্রধান। প্রথম দুই ম্যাচে ভাগ্যের হাতে মার খেতে হয়েছে আন্দ্রে চের্নিশভের দলকে। দুটো ম্যাচেই জেতার মতো জায়গায় ছিল মহমেডান। প্রথম ম্যাচে শেষ মিনিটে গোল হজম করায় তিন পয়েন্ট খোয়াতে হয়। দ্বিতীয় ম্যাচে এক গোলে এগিয়ে থেকেও আবার সেই অন্তিমলগ্নে গোল হজম। যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এবার ঘরের মাঠের অধরা জয় চেন্নাইয়ে পেতে মরিয়ে কলকাতার তৃতীয় প্রধান। তবে প্রথম অ্যাওয়ে ম্যাচের নামার আগে একটু চিন্তিত চের্নিশভ। এই পুরো বিষয়টাই তাঁদের কাছে নতুন। তাই মানিয়ে নেওয়ায় একটা চ্যালেঞ্জ থাকবে। 

আই লিগে দলগুলোর মধ্যে ফারাক ছিল। কিন্তু আইএসএলে দলগুলোর মধ্যে পার্থক্য উনিশ বিশ। ঘরের মাঠে চেন্নাইয়ের মোকাবিলা করা যে সহজ হবে না, সেটা জানিয়ে দিলেন মহমেডানের রুশ কোচ। চের্নিশভ বলেন, 'আইএসএলে সব দলই শক্তিশালী। আই লিগে কয়েকটা দল ভাল ছিল। নীচের দিকের দলগুলোর মান খুব উন্নত ছিল না। কিন্তু আইএসএলে তেমন নয়। তাই আমাদের সব ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। চেন্নাই আগের বছর ভাল খেলেছে। একই কোচ আছে। তাই এবার আরও ভাল রেজাল্ট করতে চাইবে। আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। নতুন অভিজ্ঞতা। নতুন স্টেডিয়ামে সমর্থকদের সামনে খেলতে হবে। ওদের ঘরের মাঠে প্রথম ম্যাচ। প্রচুর সমর্থক আসবে। দ্বিগুণ পাওয়ার, দ্বিগুণ এনার্জি নিয়ে ওরা মাঠে নামবে। আমাদের দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের দর্শন একই থাকবে। হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে, আমরা নিজেদের খেলাটা ধরে রাখার চেষ্টা করব।' 

প্রথম দুই ম্যাচে তীরে গিয়ে তরী ডুবেছে। শেষ মিনিটে গোল খেয়েছে দল। তার আফশোস রয়েছে সাদা কালো শিবিরে। তবে দুই ম্যাচ ভুলে মানজোকি, অ্যালেক্সিসদের ফোকাস চেন্নাই ম্যাচে। চের্নিশভ মনে করছেন, দলের ফিটনেস এখনও ভাল জায়গায় নেই। এটাই গোল হজমের অন্যতম কারণ। পাশাপাশি মনোসংযোগে ব্যাঘাত ঘটার প্রসঙ্গও উল্লেখ করলেন। চের্নিশভ বলেন, 'দল দুটো ম্যাচেই ভাল শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচের শুরুটা আরও ভাল হয়। গোল লক্ষ্য করে একাধিক শট নেয়। তবে ভুললে চলবে না আমরা সেরা দলগুলোর বিরুদ্ধে খেলছি। ওদের বিদেশি এবং স্থানীয় প্লেয়াররা ভাল। শেষদিকে মনোসংযোগের অভাবে গোল খেতে হচ্ছে। বড় বড় দলগুলোর ক্ষেত্রেও এমন হয়। ম্যাঞ্চেস্টার সিটি-আর্সেনাল ম্যাচেও হয়েছে। ফিটনেস লেভেলও এখনও খুব ভাল জায়গায় নেই। তবে জিততে হলে শেষ মিনিট পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে।' আপাতত ফোকাস শুধুই চেন্নাই ম্যাচ। টানা তৃতীয় ম্যাচে ছেলেদের থেকে ভাল ফুটবল চান রুশ কোচ। ভিসা সমস্যা কাটিয়ে দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন মহমেডানের ষষ্ঠ বিদেশি।