আজকাল ওয়েবডেস্ক: ট্র্যাভিস হেডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ২০ শতাংশ জরিমানা হয়েছে মহম্মদ সিরাজের। অ্যাডিলেড থেকে ব্রিসবেনে ভারত এলেও এতটুকুও বদলানি তিনি। গাব্বায় লাবুশেন ব্যাট করার সময়ে উইকেটের বেল সরিয়ে ফের শিরোনামে ভারতের তারকা বোলার। ওই বেল সরিয়ে সিরাজ মনোসংযোগ নষ্ট করেন লাবুশেনের। কিছু পরেই নীতীশ রেড্ডির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অজি ব্যাটার।
অ্যাডিলেডে লাবুশেনের দিকে বল ছুড়ে মেরেছিলেন সিরাজ। দু'জনের মধ্যে তাল ঠোকাঠুকি চলছে সেই অ্যাডিলেড থেকে। ব্রিসবেনেও সেই পরম্পরা চলছে। লাবুশেন ব্যাট করার সময়ে সিরাজ তাঁর উইকেটের বেল পরিবর্তন করেন। সিরাজের ফাঁদে পা দেন লাবুশেনও। এর জন্য ম্যাথু হেডেন তীব্র সমালোচনা করেছেন লাবুশেনের। ধারাভাষ্য দেওয়ার সময়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ হাতি ওপেনার বলেন, ''৫৫টা ডেলিভারি খেলল, ফরোয়ার্ড খেলার ইচ্ছাও দেখাল না। আমি যদি ওর জায়গায় ক্রিজে থাকতাম এবং বোলার একই কাজ করত, আমি পাত্তাও দিতাম না। বোলারের দিকে ফিরেও তাকাতাম না। আমার অঞ্চলে ঘেঁষতেই দিতাম না বোলারকে। বেলে হাত দেওয়ার আগেই আমি বোলারকে সরিয়ে দিতাম।''
How good is this exchange between Siraj and Labuschange? #AUSvIND pic.twitter.com/GSv1XSrMHn
— cricket.com.au (@cricketcomau)Tweet by @cricketcomau
সিরাজ অবশ্য লাবুশেনের উইকেট নেননি। কিন্তু লাবুশেনের পতনের কারণ তিনি। নীতীশ রেড্ডির ফুল লেন্থ ডেলিভারিতে খোঁচা দিয়ে লাবুশেন ফেরেন। সিরাজ বল করতে এলেই অজি সমর্থকরা টিটিকিরি দিচ্ছেন সিরাজকে। কিন্তু তিনি দমবার পাত্র নন। জরিমানাও তাঁকে বদলাতে পারছে না।
