আজকাল ওয়েবডেস্ক: আর দু'দিন পরই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাশেজের পর টেস্ট সিরিজের মধ্যে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই ক্রমশ এক অন্য মাত্রা পাচ্ছে। সম্প্রতি শেষ দুই সফরে আধিপত্য দেখায় টিম ইন্ডিয়া। তবে এবার পরিস্থিতি আলাদা। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। তাই এবার যথেষ্ট নড়বড়ে লাগছে। সবার নজর বিরাট কোহলি, যশপ্রীত বুমরার দিকে থাকবে। কঠিন সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখায় চেষ্টা করা হচ্ছে। তারই প্রক্রিয়াস্বরূপ, একটি মজার সেশন রাখা হয়। সেখানে তাঁদের কেরিয়ার নিয়ে একটি প্রশ্ন করা হয়। বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর সেরা শতরানের কথা জিজ্ঞেস করা হয়। প্রশ্ন করেন মহম্মদ সিরাজ। তার জবাবে বিরাট বলেন, '২০১৮-১৯ মরশুমে পারথে করা ১০০ রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার সেরা ইনিংস। টেস্ট ক্রিকেটে আমার খেলা সবচেয়ে কঠিন পিচ ছিল। সেই সফরে শতরান বড় প্রাপ্তি।' কোহলির এই উত্তরে অভিভূত মহম্মদ সিরাজ এবং সরফরাজ খান। তারকা ক্রিকেটারের দিকে তাকিয়ে দু'জনেই বলে ওঠেন, 'লেজেন্ড লেজেন্ড।' পাঁচ ম্যাচের সিরিজ শুরুর প্রাক্কালে কোহলিতে মগ্ন দুই তরুণ।
এদিকে বিভিন্ন মতামত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, তাঁকে আউট করার জন্য যে বিভিন্ন ট্যাকটিক্স নেবে অস্ট্রেলিয়ান বোলাররা, সেটা ভাল করেই জানেন কোহলি। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, 'আমার মনে হয়, বিরাট জানে ওকে নিয়ে কী পরিকল্পনা সাজাবে অজিরা। অফস্টাম্পের বাইরে বল দেবে। তবে ইদানিং ও অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দেয়। অস্ট্রেলিয়া ওর শরীর লক্ষ্য করে বল করতে পারে। কারণ ও ফরোয়ার্ড খেলতে পছন্দ করে। এই স্ট্রাটেজি নিউজিল্যান্ড সাফল্যের সঙ্গে ব্যবহার করেছে।' ভারতের প্রাক্তনী আরও মনে করেন, অফস্টাম্পের বাইরের বলে খুব বেশি ফোকাস করা যাবে না বিরাটের। সমস্ত ফোকাস সেদিকে সরে গেলে হ্যাজেলউডের মতো বোলাররা কোহলির মিডল স্ট্যাম্প টার্গেট করবে।
