আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসে নাম লেখালেন মহম্মদ সিরাজ। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এজবাস্টনে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। ৭০ রানে ৬ উইকেট তুলে নেন। প্রবেশ করলেন কপিল দেবের ক্লাবে। ভারতীয় পেসারদের মধ্যে ঐতিহাসিক ভেন্যুতে এই নজির ছিল তিনজনের। তালিকায় ছিলেন কপিল দেব, চেতন শর্মা এবং ইশান্ত শর্মা। এবার এই এলিট ক্লাবে প্রবেশ করলেন সিরাজ। শুধু তাই নয়, চেতন শর্মার পর এজবাস্টনে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং গড়। ১৯৮৬ সালে ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৯৩ সালের পর এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার নজির নেই অ্যাওয়ে দলের কোনও পেসারের। এবার সেটা করে দেখালেন সিরাজ। 

এজবাস্টনে নতুন কীর্তি স্থাপন করার পর সিরাজ বলেন, 'অবিশ্বাস্য। আমি দীর্ঘদিন এর অপেক্ষায় ছিলাম। আমি এর আগেও এখানে ভাল বল করেছি। কিন্তু পাঁচ উইকেট পাইনি। সর্বোচ্চ চার উইকেট পেয়েছি। তাই এটা স্পেশাল।' এজবাস্টনে তৃতীয় দিনের শুরুতেই জো রুট এবং বেন স্টোকসকে ফিরিয়ে দেন সিরাজ। কিন্তু হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ ইংল্যান্ডের ফলো অন বাঁচিয়ে দেয়। কিন্তু দ্বিতীয় নতুন বলে ফিরেই ইংল্যান্ডের টেলকে শেষ করে দেন। বুমরার অনুপস্থিতিতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সিরাজ। তৃতীয় দিনের খেলার শেষে বলেন, 'সঠিক জায়গায় বল ফেলা আমার লক্ষ্য ছিল। আমি দায়িত্ব নিতে ভালবাসি। চ্যালেঞ্জও।' মাঠ ছাড়ার সময় তাঁকে আলিঙ্গন করতে দেখা যায় বুমরাকে। দ্বিতীয় ইনিংসেও সিরাজের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় সমর্থকরা।