আজকাল ওয়েবডেস্ক: আইসিসির শাস্তির কবলে পড়লেন মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড। ভারতীয় পেসারের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়। সিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয় হেডকে। তবে কোনও জরিমানা হয়নি। সোমবার আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসে। সেই মিটিংয়ে দু'জনকে দোষী সাব্যস্ত করা হয়। আইসিসির একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করার জন্য মহম্মদ সিরাজের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।' এই ধারা উস্কানিমূলক অঙ্গভঙ্গির বিরুদ্ধে। অর্থাৎ, আউট হওয়ার পর বোলারদের আগ্রাসী আচরণ, অঙ্গভঙ্গি বা কথাবার্তা একজন ব্যাটারকে উত্তেজিত করে দিতে পারে। 

পুরোপুরি ছাড় পাননি হেড। অস্ট্রেলিয়ান তারকাকে সতর্ক করা হয়। আইসিসি বিবৃতিতে বলা হয়েছে, 'প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.১৩ ধারা লঙ্ঘন করার জন্য সতর্ক করা হয়।' তবে জরিমানার হাত থেকে বেঁচে যান হেড। একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় দু'জনকেই। আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, 'দু'জনেই নিজেদের ভুল মেনে নিয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল্লের দেওয়া শাস্তি দু'জনেই মেনে নেন।' প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিপজ্জনক ট্রাভিস হেডের স্ট্যাম্প ছিটকে দিয়ে উচ্ছ্বাসে বাঁধনহারা হন সিরাজ। আগ্রাসন ঠিকরে বেরোয় তাঁর আচরণে। হেড বোল্ড হওয়া মাত্র তাঁকে আক্রমণ করেন ভারতীয় পেসার। রক্তচক্ষু দেখান। তারপর হাত তুলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। চুপ থাকেননি অস্ট্রেলিয়ানও। জবাবে সিরাজকেও কিছু বলতে দেখা যায় হেডকে। দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মুহূর্তের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোহিত, বিরাট সহ ভারতীয় দলের অন্যান্য সদস্যরা ছুটে যান সিরাজকে শান্ত করতে।