আজকাল ওয়েবডেস্ক: বিপজ্জনক ট্রাভিস হেডের স্ট্যাম্প ছিটকে দিয়ে উচ্ছ্বাসে বাঁধনহারা হন মহম্মদ সিরাজ। আগ্রাসন ঠিকরে বেরোয় তাঁর আচরণে। হেড বোল্ড হওয়া মাত্র তাঁকে আক্রমণ করেন ভারতীয় পেসার। রক্তচক্ষু দেখান। তারপর হাত তুলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। তাঁকে শান্ত করতে আসরে নামতে হয় রোহিত শর্মা, বিরাট কোহলিকে। সম্প্রতি ভারতীয় দলের কাছে বড় কাঁটা ট্রাভিস হেড। সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক, বা ২০২৩ বিশ্বকাপ ফাইনাল। বরাবরই ভারতের জয়ের মাঠে কাঁটা অস্ট্রেলিয়ান তারকা। অ্যাডিলেডও ব্যতিক্রম নয়। সিরাজের বলে আউট হওয়ার আগে ১৪১ বলে ১৪০ রান করেন হেড। পুরোপুরি একদিনের ক্রিকেটের মেজাজে খেলেন। ইনিংসে রয়েছে ৪টি ছয়, ১৭টি চার। গোলাপী বলের টেস্টে একাই পার্থক্য গড়ে দেন তিনি। 

শেষপর্যন্ত মারণ ইয়র্কারে হেডের রক্ষণ ভাঙেন সিরাজ। ছিটকে যায় অজি তারকার স্ট্যাম্প। তারপর হেডের কাছাকাছি গিয়ে আগ্রাসী অঙ্গভঙ্গি করেন ভারতীয় পেসার। আউট হওয়ার আগের বলেই ছক্কা হাঁকান হেড। সেই কারণেই সিরাজের এই আগ্রাসন। চুপ থাকেননি অস্ট্রেলিয়ানও। জবাবে সিরাজকেও কিছু বলতে দেখা যায় হেডকে। দু'জনের মধ্যে বাক্যবিনিময় হয়। মুহূর্তের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোহিত, বিরাট সহ ভারতীয় দলের অন্যান্য সদস্যরা ছুটে যান সিরাজকে শান্ত করতে। মাঠ ছাড়ার সময় হেডকে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অন্যদিকে এই ঘটনার জেরে সিরাজকে কটাক্ষ করে অ্যাডিলেডের ক্রিকেট সমর্থকরা। দ্বিতীয় দিন চায়ের বিরতির পরপরই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৩৩৭ রানে অলআউট হয় অজিরা। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে একই শেষ করে দেন সিরাজ। ৪ উইকেট তুলে নেন। বুমরাও পান চার উইকেট। প্রথম ইনিংসের শেষে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।