আজকাল ওয়েবডেস্ক: আরও একটি নজির মহম্মদ সিরাজের। জিম্বাবোয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে পেরিয়ে গেলেন ভারতীয় তারকা। চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন সাই হোপকে আউট করা মাত্র এই রেকর্ড করেন সিরাজ। চলতি বছর এখনও পর্যন্ত আটটি টেস্ট খেলেছেন। ১৫৭৫ বল করেছেন। অর্থাৎ, ২৬২.৩ ওভার। মোট উইকেট সংগ্রহ ৩৭। গড় ২৬.৯১। তারমধ্যে ৩৯টি মেডেন ওভার। ৯৯৬ রান দিয়েছেন। সেরা বোলিং ৭০ রানে ৬ উইকেট। ইকোনমি রেট ৩.৭৯। স্ট্রাইক রেট ৪২.৫৬। দু'বার পাঁচ উইকেট এবং দু'বার চার উইকেট নেন। চলতি বছর দারুণ ছন্দে আছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্রয়ের অন্যতম কারিগর সিরাজ। 

অন্যদিকে ন'টি ম্যাচ খেলেন মুজারাবানি। ১৬৬০ বল করেন। মোট ২৭৬.৪ ওভার। নেন ৩৬ উইকেট। গড় ২৮.৬৩। ৪৭ মেডেন ওভার করেন। ১০৩১ রান দেন। সেরা বোলিং ৫৮ রানে ৭ উইকেট। ইকোনমি রেট ৩.৭২। স্ট্রাইক রেট ৪৬.১১। তিনবার পাঁচ উইকেট নেন। চতুর্থ দিন প্রথম সেশনের শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২৫২। ক্রিজে ছিলেন সাই হোপ এবং রোস্টন‌ চেজ। ২০৪তম বলে শতরান সম্পূর্ণ করেন হোপ। সিরাজের বলে চার হাঁকিয়ে শতরানে পৌঁছন। কিন্তু দু'ওভার পর তাঁকে ফেরত পাঠান সিরাজ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শুরুটা ভাল করলেও ৪০ রানে ফেরেন। একই ওভারে খ্যারি পিয়েরকে ফেরান কুলদীপ যাদব। ৯৩তম ওভারে ৩০০ রানে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৯০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১২০ রান। শুরুতেই যশস্বী জয়েসওয়ালের উইকেট হারায় টিম ইন্ডিয়া। কিন্তু শক্ত হাতে ধরেন কেএল রাহুল (২৫) এবং সাই সুদর্শন (৩০)। দিনের শেষে দু'জনেই অপরাজিত। পঞ্চম দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও ৫৮ রান। শুভমন গিলদের সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।