আজকাল ওয়েবডেস্ক: রিভার্স সুইং পাওয়া যাচ্ছে না। আইসিসি-র কাছে বলে লালা ব্যবহার করার অনুরোধ করলেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি।
কোভিড অতিমারীর সময় থেকেই আইসিসি নিয়ম চালু করেছে, বলে লালা মাখানো চলবে না। সেই নিয়মই বহাল রয়েছে। কিন্তু লালা ব্যবহার না করার ফলে বোলাররা রিভার্স সুইং পাচ্ছেন না। বোলারদের সমস্যা আরও বাড়িয়েছে দু'প্রান্ত থেকে দুটো বলের ব্যবহার।
ওয়ানডে ফরম্যাটে পিচ ব্যাটারদের সহায়ক হয়। বোলারের প্রায় কিছুই করার থাকে না। তার উপরে রিভার্স সুইংয়ের মতো ব্রহ্মাস্ত্র ব্যবহারই করতে পারছেন না বোলাররা। ফলে ব্যাটারদের হাতে প্রহৃত হচ্ছেন তাঁরা।
এই প্রেক্ষিতে রিভার্স সুইং পাওয়ার জন্য সামি আইসিসি-র কাছে অনুরোধ করছেন, লালা ব্যবহার করার পুরনো নিয়ম ফিরিয়ে আনা হোক।
সামি বলছেন, ''আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু খেলার সময়ে তো বলে লালা ব্যবহার করা যাবে না। রিভার্স সুইং পেলে খেলা আরও আকর্ষণীয় হতো।''
বিশ্বকাপের পরে সামির অস্ত্রোপচার হয়। ১৪ মাস পরে তিনি ফিরেছেন মাঠে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমেছেন বঙ্গপেসার। ফাইনালের আগে তিনি বলছেন, ''ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। দলে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি। দু'জন পুরোদস্তুর পেসার না থাকলে চাপ একটু বাড়ে। আমাকে আরও দায়িত্ব নিতে হবে। একজন পেসার ও একজন অলরাউন্ডার যদি পেস বিভাগের দায়িত্ব থাকে, তাহলে চাপটা এসেই পড়ে। উইকেট নিতে হবে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।''
চোটের জন্য জশপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না ভারত। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দল সেই অভাব বুঝতে দেয়নি। গ্রুপের তিনটি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে ভারত। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই ফাইনালের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। আর সামি নিজেকে নিংড়ে দেবেন নতুন বল হাতে, তা বলে দেওয়াই যায়।
