আজকাল ওয়েবডেস্ক: প্রথম ইনিংসে চার-চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট। প্রত্যাবর্তনের ম্যাচে মহম্মদ সামি নিলেন সাত উইকেট। তার থেকেও বড় বিষয় হল, সামি দৌরাত্ম্যে রঞ্জি ট্রফিতে বাংলা ১১ রানে হারাল মধ্যপ্রদেশকে।  

হোলকার স্টেডিয়ামে সামির প্রত্যাবর্তনের জন্যই বাংলা-মধ্যপ্রদেশের রঞ্জি ম্যাচ আরও উত্তাপ ছড়িয়েছিল। বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৮ রানে। সামি-সহ বাংলার বোলারদের দাপটে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস ধসে যায় ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলা করে ২৭৬ রান। ৩৩৭ রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ গুটিয়ে যায় ৩২৬ রানে।

শনিবার ছিল ম্যাচের শেষ দিন। বাংলার দরকার ছিল মধ্যপ্রদেশের সাত-সাতটি উইকেট। জেতার জন্য মধ্যপ্রদেশের দরকার ছিল আরও ১৮৮ রান। কিন্তু রক্তের গতি বাড়তে থাকা ম্যাচে শেষ হাসি হাসে বাংলা। তাদের ঝুলিতে এল ৬ পয়েন্ট।

বাংলার জয় একসময়ে কঠিন করে তুলেছিলেন মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা ও ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ছিলেন তিনি। আইপিএলের রিটেনশন তালিকায় তাঁকে রাখেনি নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ভেঙ্কটেশ আইয়ারকে ফেরান রোহিত কুমার। অন্যদিকে শুভম শর্মাকে আউট করেন শাহবাজ আহমেদ। পরের দিকে সারাংশ জৈন ও আরিয়ান পাণ্ডে ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাংলাকে।

দু'জনকেই তুলে নেন শাহবাজ। শেষ উইকেটে মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। কিন্তু সামি মধ্যপ্রদেশের কুমার কার্তিকেয়র উইকেট তুলে নিয়ে বাংলাকে জেতান। ম্যাচে ১৫৬ রানের বিনিময়ে সাতটি উইকেট সামির দখলে। শাহবাজ আহমেদ নেন ৪টি উইকেট।