আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বাংলাদেশ সিরিজে মাঠে ফেরার কথা ছিল মহম্মদ সামির। কিন্তু সেটা হচ্ছে না। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ভারতীয় দল। কিন্তু চোট সারিয়ে প্রত্যাবর্তন করা হবে না ভারতীয় পেসারের। তাহলে কবে মাঠে ফিরবেন সামি? এই বিষয়ে ইঙ্গিত দিলেন বোর্ড সচিব। জানান, অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া যাবে ভারতীয় পেসারকে। জয় শাহ বলেন, 'সামি অস্ট্রেলিয়া সফরে যাবে। ওর অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের সামিকে দরকার। তবে সবটাই নির্ভর করছে ওর ফিটনেসের ওপর। এনসিএর রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' জয় শাহ দাবি করেন অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি ভারতীয় দল। তিনি বলেন, 'আমাদের দল তৈরি। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা তৈরি আছে। সঠিক সময় ফিট হয়ে যাবে।'
জাতীয় দলে ফেরার আগে রঞ্জি ট্রফিতে খেলবেন সামি। কলকাতায় ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে যোগ দিতে এসে জানিয়েছিলেন, বাংলার জার্সিতে ক্রিকেটে ফিরবেন। সেটাই হতে চলেছেন। আসন্ন রঞ্জিতে খেলবেন সামি। একদিনের বিশ্বকাপের পর আর বাইশ গজে দেখা যায়নি সামিকে। ১৯ নভেম্বর আহমেদাবাদে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ভারতীয় পেসার। আইপিএলে পাওয়া যায়নি তাঁকে। হাঁটুর অস্ত্রোপচারের জন্য খেলতে পারেননি টি-২০ বিশ্বকাপেও। কিন্তু এখন ধীরে ধীরে বল করা শুরু করেছেন। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে নামতে এখনও সময় আছে। ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ২০১৪-১৫ সালের পর থেকে আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারেনি ভারত। দশ বছরে দু'বার অস্ট্রেলিয়াকে তাঁদের ঘরের মাঠে হারায়। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান রোহিতরা।
