আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে জোর চর্চা চলছে। জাতীয় দলের জার্সিতে কবে দেখা যাবে মহম্মদ সামিকে, তা নিয়ে জল্পনা প্রচুর। অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে দলে দেখা যেতে পারে সামিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও এই বঙ্গপেসারকে দেখা যেতে পারে।
এই আবহে বিজয় হাজারে ট্রফিতে সামি আগুন জ্বালালেন। হরিয়ানার বিরুদ্ধে নক আউট পর্বের ম্যাচে সামি ১০ ওভার হাত ঘুরিয়ে তিন-তিনটি উইকেট নিলেন।
ষষ্ঠ ওভারে সামি প্রথম উইকেটটি নেন। হরিয়ানার ওপেনার হিমাংশু রানাকে আউট করেন। সামির বলে রানা ধরা পড়েন উইকেট কিপার অভিষেক পোড়েলের হাতে। প্রথম স্পেলে সামি একটু রান দিয়ে ফেলেন। কিন্তু শেষের ওভারগুলোয় সামি দারুণ ভাবে ফিরে আসেন। ৪২-তম ওভারে দীনেশ বানাকে আউট করার পরে আনশুল কম্বোজকে ফেরান।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পরে সামিকে দেশের জার্সিতে আর খেলতে দেখা যায়নি। অস্ট্রেলিয়া সিরিজে শেষের দিকে তিনি খেলবেন, এমন খবরও ছড়িয়েছিল সামিকে নিয়ে। কিন্তু বঙ্গ পেসারের অস্ট্রেলিয়ার বিমানে ওঠা আর হয়নি।
From delivering wickets to delivering boundaries! jaw-dropping knock.#Shami #MdShami #MdShami11 pic.twitter.com/NgbZcsBXgF
— ???????????????????????????????? ???????????????????? (@MdShami11)Tweet by @MdShami11
রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটে সামির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৯টি ম্যাচে ১১টি উইকেট নেন বঙ্গপেসার। গোড়ালি ফুলে থাকায় বিজয় হাজারে ট্রফির গোড়ার দিকের ম্যাচে নামতে পারেননি সামি। তবে চোট সারিয়ে ফিরে এসে বিহার ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে আট ওভার বল করেন। বিজয় হাজারে ট্রফির নক আউটে সামির পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ড সিরিজে দেখা যেতে পারে সামিকে। ইংরেজদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স তুলে ধরলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সামির খেলার সম্ভাবনা বাড়বে।
