আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার ভবিষ্যৎ কী হবে? ফর্মে কি ফিরবেন বিরাট কোহলি? বুমরার চোটেরই বা কী অবস্থা? 

এগুলোর থেকেও এই মুহূর্তে সব চেয়ে বড় রহস্য মহম্মদ সামিকে নিয়ে। 

দেশের জার্সিতে ইডেনে প্রত্যাবর্তন ঘটবে তাঁর, এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ইডেনে সামিকে ছাড়াই নেমেছিল ভারত। 

দ্বিতীয় ওয়ানডেতেও সামিকে খেলানো হয়নি। এর পরেই রহস্য আরও ঘণীভূত হয়েছে। সামির তাহলে কী হয়েছে? তিনি কি ফিট নন? সূর্যকুমার যাদবের দলের চাওয়াপাওয়ার সঙ্গে কি সামি নিজেকে খাপ খাওয়াতে পারছেন না? 

সূত্রের খবর, সামি পুরোদস্তুর সুস্থ। অন্য কারণে তাঁকে প্রথম একাদশে রাখা হচ্ছে না। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে নিয়ে অনিশ্চয়তা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সামিকে পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য তৈরি রাখছে। সামি যেভাবে ফিট হয়ে উঠেছেন, তা সবাই খুশি তারকা পেসারকে নিয়ে। 

সামিকে বেছে বেছে ব্যবহার করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি ফের চোটগ্রস্ত না হয়ে পড়েন। সূত্রের খবর, টি-টোয়েন্টি ফরম্যাটে সামির ভূমিকা খুবই অল্প। কোনও ভূমিকা নেই বললেই ভাল। কিন্তু ওয়ানডে ফরম্যাটে সামিকে সামনে রেখেই পেস আক্রমণ শানাবে ভারত। 

'দ্য টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত খবর অনুযায়ী, চোটের আগে যে ওজন ছিল, তার থেকেও ২ কেজি ওজন ঝরিয়েছে সামি। ঠিক ছন্দেই বল করছে ও। টি-টোয়েন্টি ম্যাচে সামিকে খুব একটা দরকার পড়বে না। ওয়ানডে শুরু হলে সামিকে দরকার। তখন সামিই হয়ে উঠবেন দলের বল ভরসা। 

এর প্রেক্ষিতে মনে করা যেতেই পারে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সামিকে ছাড়াই খেলতে হবে ভারতকে। রাজকোটে হতে চলা টি-টোয়েন্টিতে সামিকে বাইরে রেখেই প্রথম একাদশ গড়া হবে বলে মনে করা হচ্ছে। প্রথম দুটো টি-টোয়েন্টি জিতে ভারত ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে। রাজকোটে জিতে গেলে সিরিজ জিতে নেবেন সূর্যকুমাররা।