আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামি কবে ফিরবেন? বল হাতে কবে আবার ছুটতে দেখা যাবে তাঁকে? বঙ্গ পেসারকে নিয়ে জল্পনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মনে। বর্ডার-গাভাসকর ট্রফিতে যাওয়ার কথা ছিল সামির। কিন্তু পুরোদস্তুর সেরে না ওঠায় সেই যাত্রায় তাঁর আর স্যর ডনের দেশে যাওয়া হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামি জাতীয় দলে ফিরলেও তাঁকে পুরনো মেজাজে দেখা যায়নি। ইংল্যান্ড সিরিজের জন্যও একসময়ে তাঁর কথা উঠেছি। কিন্তু আইপিএলে সামি মোটেও ছাপ রাখতে পারেননি। ফলে বিলেতেও তাঁকে দেখা যায়নি ভারতের সাজঘরে।
জশপ্রীত বুমরাহ পাঁচটা টেস্ট খেলবেন না। বেছে বেছে খেলবেন তিনি। শোনা যাচ্ছে তিনি তিনটে টেস্ট ম্যাচ খেলবেন। বুমরাহ নিজে বেছে বেছে টেস্ট খেলছেন, এই কথা ছড়াতেই বিরক্তি প্রকাশ করেছেন দিলীপ ভেঙ্গসরকারের মতো প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন: সপরিবারে রাঁচির মন্দিরে ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
ইংল্যান্ডে বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা, এই পরিস্থিতিতে সামি কিন্তু শুভমান গিলের অস্ত্র হয়ে উঠতে পারতেন। কিন্তু তিনি তো দলের সঙ্গেই যাননি। ফলে ভারতীয় বোলিং নিয়ে চিন্তায় সবাই। বিশেষ করে সিরিজে ভারত এখন পিছিয়ে পড়েছে। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ। সেই টেস্টে ভারত হেরে গেলে সিরিজ শেষ।
এই আবহে মহম্মদ শামিকে দলে রেখেই আগামী ঘরোয়া মরশুমের জন্য ৫০ জনের প্রাথমিক দল গড়ল বাংলা। ভারতীয় দলে থাকা অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, মুকেশ কুমারের পাশাপাশি জায়গা পেয়েছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলে থাকা তরুণ পেসার যুধাজিৎ গুহ।

যদি সব ঠিকঠাক থাকে তাহলে দলীপ ট্রফিতে সামিকে দেখা যাবে খেলতে। দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ আগস্ট। সেই টুর্নামেন্টে সামি হয়তো নিজেকে নিংড়ে দেবেন। নিজের সেরাটা বের করে দেবেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সবাই কিন্তু এই তারকা পেসারকে জাতীয় দলের হয়ে দেখতে চান। দিন গুনছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
মহম্মদ সামিকে শেষবার আইপিএল খেলতে দেখা গিয়েছে সানরাইজার্স হায়দাবাদের হয়ে। মেগা টুর্নামেন্টে বঙ্গপেসার ৯টি ম্যাচে ৬ টি উইকেট নেন। এদিকে হায়দরাবাদের নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন।
বরুণের আগে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার জেমস ফ্রাঙ্কলিন গতবছর হায়দরাবাদের বোলিং কোচ ছিলেন। তার আগে ছিলেন ডেল স্টেইন। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বরুণ। এবার ১৯তম আইপিএলে ৩৫ বছরের প্রাক্তন তারকাকে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দেখা যাবে। এদিকে বরুণ অ্যারন হায়দরাবাদের কোচ হতেই ইঙ্গিত মিলেছে নতুন মরশুমে সামিকে হায়দরাবাদের জার্সিতে আর নাও দেখা যেতে পারে।

বরুণ অ্যারন এর আগে সামি ও ঈশান কিষানের সঙ্গে খেলেছেন। টিমমেট ছিলেন। সেই বরুণ অ্যারন বোলিং কোচ হয়ে আসার পরে সামির জায়গাই টলমলে হায়দরাবাদে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে চোট সমস্যার জন্য খেলতে পারেননি সামি। ইংল্যান্ড সিরিজে তাঁকে রাখাই হয়নি।
সামি বা ঈশান, দু'জনের কেউই গত আইপিএলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সামিকে ১০ কোটি টাকায় কেনা হয়েছিল। এত অর্থ তাঁর পিছনে ব্যয় করা হলেও পারফরম্যান্স নেই সামির। নতুন মরশুমে আদৌ কি তাঁকে হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে? সামিকে নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: 'আমার দল হলে নীতীশকে বসিয়ে ওকে....', চতুর্থ টেস্টের আগে গম্ভীরকে পরামর্শ ভাজ্জির
