আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের দল ঘোষিত হয়েছে শনিবার। সেই দলে জায়গা হয়নি মহম্মদ সামির। তিনি যে দলে থাকবেন না, সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। 

দল নির্বাচনের পরে সাংবাদিক বৈঠকে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে বলতে শোনা গিয়েছে, ''আগরকর বলছেন, ''সামি পুরোপুরি ফিট নয়। আমরা ভেবেছিলাম ওকে পাব, কিন্তু তা হচ্ছে না।  সামি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।'' 

ইংল্যান্ড সফরের দল নির্বাচনের পরে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন সামিকে অস্ট্রেলিয়ায় চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই সময়ে সামি তাদের অনুরোধ রাখেননি। 

এদিকে এক প্রাক্তন জাতীয় নির্বাচক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ''মহম্মদ সামি যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে না খেলে, তাহলে নির্বাচকরা ওকে ঘরোয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামাবে কেন? সামির পরিবর্তে আকাশ দীপ, অর্শদীপ, হর্ষিত অথবা মুকেশকে ব্যবহার করবে সিরাজ বা বুমরাহর সঙ্গী হিসেবে।'' 

টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবে না সামির শরীর। ২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন বঙ্গপেসার। কিন্তু বিশ্বকাপের পরে অস্ত্রোপচার করে ফেরার পর থেকেই ছন্দে নেই তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আইপিএলেও খেলেছেন কিন্তু নিজের সেরা ছন্দ দেখাতে পারেননি। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ। সেখানেও পাঁচটা টেস্ট খেলার মতো ধকল নিতে পারবে না সামির শরীর। ভারতীয় দলের প্রয়োজনের সময়ে পাওয়া যাচ্ছে না সামিকে। তবে কি ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন শেষের পাতার দিকে? সামির টেস্ট কেরিয়ারও কি শেষের পথে? মহম্মদ সামি অনেক প্রশ্ন তুলে দিলেন।