আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথমদিনই বোমা ফাটালেন মহম্মদ আমির। পাকিস্তানের তারকা পেসার দাবি করলেন, গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে ভারত। 'হারনা মানা হ্যায়' নামক পাকিস্তানের একটি শোয়ে এমন মন্তব্য করেন আমির। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশ্লেষণ করার সময় ভারত এবং পাকিস্তান দল নিয়ে কাটাছেঁড়া হয়। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেন প্রাক্তন পাক তারকা। জানান, যশপ্রীত বুমরার না থাকা বড় ক্ষতি। মহম্মদ সামি থাকলেও, সবে চোট থেকে ফিরেছেন। এখনও পুরো ছন্দ ফিরে পাননি। এই পরিস্থিতিতে বিশেষ বিকল্প নেই ভারতের হাতে। আমির মনে করছেন, গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে ভারতীয় দল। দাবি, দুবাই পিচে পার্থক্য গড়ে দেবে কিউয়িদের পেস আক্রমণ। সেখানে এই বোলিং নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব নয় ভারতের। 

দুবাইয়ের পিচ সচরাচর পেসারদের সাহায্য করে। কিন্তু ১৫ জনের দলে পাঁচজন স্পিনার রেখেছে ভারত। পেসার মাত্র তিনজন। আশা, উইকেট থেকে সাহায্য পাবে স্পিনাররাও। তবে এটা বুমেরাং হয়ে ফিরতে পারে। কারণ দুবাইয়ে পরে বল করলে, শিশিরের সমস্যা সাধারণত থাকে। সেক্ষেত্রে সুবিধা পায় ব্যাটাররা। স্পিনারদের বল স্কিড করে। তাঁদের বিরুদ্ধে রান তোলা সহজ হয়। যা ২০২১ টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছিল। ডাহা ব্যর্থ হন বরুণ চক্রবর্তী। তাসত্ত্বেও এবার শেষ মুহূর্তে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঁচজন স্পিনার নিয়ে গিয়েছে ভারতীয় দল। মহম্মদ সামির সঙ্গে অর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে একজন খেলবে। তৃতীয় পেসারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে। মহম্মদ আমিরের এই ভবিষ্যদ্বাণীতে অবাক নন তাঁরই এককালীন সতীর্থ আহমেদ শাহজাদ। বাকিদের মতো তিনিও জানান, বুমরার না থাকা বড় ক্ষতি। কারণ দুবাইয়ের পিচ পেসারদের সাহায্য করে। তবে শাহজাদ ভারত এবং পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন। তিনি জানান, ভারতীয় দলে একাধিক প্লেয়ার রয়েছে যারা চাপ নিয়ে খেলতে পারে। এটাই তাঁদের নকআউটের যোগ্যতাঅর্জনের জন্য ফেভারিট তকমা দেয়।