আজকাল ওয়েবডেস্ক: হ্যান্ডশেক বিতর্কের শেষ নেই। এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান মহারণের প্রায় এক সপ্তাহ কেটে গেলেও, তার রেশ চলছেই। পরিস্থিতি এমন দিকে গড়ায়, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার কথা ভাবে পাকিস্তান। শেষমেষ এক ঘণ্টা পরে শুরু হয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ। আইসিসির সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত মধ্যস্থতার পর গ্রুপের শেষ ম্যাচ খেলতে রাজি হয়। রবিবার আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করলেন মদম্মদ আমির। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আলোচনা শুরু হয়ে ফ্যানদের মধ্যে।
প্রাক্তন পাক তারকার এই পোস্টে অনেকেই অবাক হয়ে যায়। বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক আহামরি নয়। অতীতে বাইশ গজে বেশ কয়েকবার দু'জনের টক্কর লাগে। কিন্তু ভারতীয় তারকার ভূয়সী প্রশংসা করেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যক্তির তকমা দেন। নিজের এক্স হ্যান্ডেলে আমির লেখেন, 'একটা জিনিস নিশ্চিত, বিরাট সেরা প্লেয়ার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যাক্তি। ওকে শ্রদ্ধা।' ভারত-পাকিস্তান ম্যাচের দু'দিন আগে এমন পোস্ট দেখে অবাক ভারতীয় সমর্থকরা।
লজ্জার হারের পর থেকে সমালোচনার ঝড় ওঠে। প্রাক্তনী থেকে ক্রিকেট পণ্ডিত, সকলেই সলমন আঘার দলকে একহাত নেয়। পাকিস্তান দলের পাশে দাঁড়ান মহম্মদ আমির। হারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলকে তুলোধোনা করা হচ্ছে। অনেকেই দলের পারফরম্যান্সের পাশাপাশি দল বাছাই নিয়ে প্রশ্ন তুলছেন। নিজের এক্স হ্যান্ডেলে সলমনদের পাশে দাঁড়ান প্রাক্তন তারকা। একহাত নেয় সমালোচকদের। আমির বলেন, 'আমি দেখছি কিছু লোক নিজের এজেন্ডা নিয়ে বসে পড়েছে। কেন এই প্লেয়ার দলে আছে? এ বাকিদের সঙ্গে কীভাবে প্রতিযোগিতা দেবে? দেখে মনে হচ্ছে ওরা চাইছিল পাকিস্তান একটা ম্যাচ হারুক। যাতে তরুণ ক্রিকেটারদের সমালোচনা করতে পারে।' এশিয়া কাপের দল থেকে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার পর থেকেই ক্রিকেট পণ্ডিতদের নিশানায় নির্বাচকরা। পরের বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ। এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্বকাপের দলে রাখার ইচ্ছে নেই পিসিবি কর্তাদের। সেই কারণেই দুই অভিজ্ঞ তারকাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেও মুখ খোলেন প্রাক্তন পাক পেসার। আমির বলেন, 'আপনারা যাদের কথা বলছেন, তাঁরা অভিজ্ঞ ছিল। ওরা পাঁচ-ছয় বছরের বেশি একটানা খেলেছে। দলকে নেতৃত্ব দিয়েছে। সবকিছু করেছে। এই বাচ্চারা মাত্র একটা ম্যাচে ব্যর্থ হয়েছে। সবাই ওদের সমালোচনা করা শুরু করেছে। ধর্য ধরতে হবে।' ব্যর্থতা ভুলে, বর্তমান পাকিস্তান দলের পাশে থাকার আর্জি জানান প্রাক্তন পাক তারকা।
