আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসির মার্কি ইভেন্ট। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে গ্রিন আর্মি। উল্লেখযোগ্য ভূমিকা নেন মহম্মদ আমির। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ফাইনালে। তিনি মনে করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই এমন মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। মহম্মদ আমির বলেন, 'পাকিস্তানকে নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা আছে। কারণ সদ্য দুটো অ্যাওয়ে সিরিজ জিতেছে। এটা পাকিস্তানের বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় জেতা সহজ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ায়, পাকিস্তান কিছুটা সুবিধা পাবে। আমার মনে হচ্ছে পাকিস্তান ভাল খেলবে।'
নিজেদের দেশে এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন নিয়ে আশাবাদী হলেও, ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নিয়ে হতাশ আমির। বিশেষ করে ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায়। তিনি এমন একটি দিনের অপেক্ষায়, যেদিন ক্রিকেট আবার দুই দেশকে মিলিয়ে দেবে। এই প্রসঙ্গে আমির বলেন, 'আমি চেয়েছিলাম ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসুক। প্লেয়ার হিসেবে আমি চাই পাকিস্তান ভারতে খেলতে যাক, এবং ভারত পাকিস্তানে আসুক। ক্রিকেটে কোনও বাউন্ডারি হয় না। যারা গণ্ডি তৈরি করে, আমি তাঁদের বিরুদ্ধে। ভারতীয় দলের আসার বিষয়ে আমি আশাবাদী ছিলাম। ভারতীয় দল পাকিস্তানে এলে ওরা মজা পেত। প্লেয়াররা উপভোগ করত। তবে দিনের শেষে এগুলোর ওপর প্লেয়ারদের কোনও কন্ট্রোল নেই।' আমির আশা করছেন, শীঘ্রই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হবে। তবে তার আগে নিজের দেশের ক্রিকেট ফেস্টিভ্যাল দেখায় অপেক্ষায় পাকিস্তানের প্রাক্তন তারকা।
