আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। সাত উইকেট বাকি থাকতে ১৫.৩ ওভারে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লজ্জার হারের পর থেকে সমালোচনার ঝড় ওঠে। প্রাক্তনী থেকে ক্রিকেট পণ্ডিত, সকলেই সলমন আঘার দলকে একহাত নেয়। এবার পাকিস্তান দলের পাশে দাঁড়ালেন মহম্মদ আমির। হারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলকে তুলোধোনা করা হচ্ছে। অনেকেই দলের পারফরম্যান্সের পাশাপাশি দল বাছাই নিয়ে প্রশ্ন তুলছেন। নিজের এক্স হ্যান্ডেলে সলমনদের পাশে দাঁড়ালেন প্রাক্তন তারকা। একহাত নেয় সমালোচকদের।
আমির বলেন, 'আমি দেখছি কিছু লোক নিজের এজেন্ডা নিয়ে বসে পড়েছে। কেন এই প্লেয়ার দলে আছে? এ বাকিদের সঙ্গে কীভাবে প্রতিযোগিতা দেবে? দেখে মনে হচ্ছে ওরা চাইছিল পাকিস্তান একটা ম্যাচ হারুক। যাতে তরুণ ক্রিকেটারদের সমালোচনা করতে পারে।' এশিয়া কাপের দল থেকে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার পর থেকেই ক্রিকেট পণ্ডিতদের নিশানায় নির্বাচকরা। পরের বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ। এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্বকাপের দলে রাখার ইচ্ছে নেই পিসিবি কর্তাদের। সেই কারণেই দুই অভিজ্ঞ তারকাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেও মুখ খোলেন প্রাক্তন পাক পেসার। আমির বলেন, 'আপনারা যাদের কথা বলছেন, তাঁরা অভিজ্ঞ ছিল। ওরা পাঁচ-ছয় বছরের বেশি একটানা খেলেছে। দলকে নেতৃত্ব দিয়েছে। সবকিছু করেছে। এই বাচ্চারা মাত্র একটা ম্যাচে ব্যর্থ হয়েছে। সবাই ওদের সমালোচনা করা শুরু করেছে। ধৈর্য ধরতে হবে। তাহলে ফল মিলবে।'
ব্যর্থতা ভুলে, বর্তমান পাকিস্তান দলের পাশে থাকার আর্জি জানান প্রাক্তন পাক তারকা। তিনি মনে করেন, ইতিবাচক সমালোচনা হওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের চাপে ফেলে দেওয়া উচিত নয়। বাবর, রিজওয়ানের পাশাপাশি হ্যারিস রউফকে বাদ দেওয়া প্রসঙ্গেও মুখ খোলেন। বরং, একহাত নেন। আমির বলেন, 'আপনারা যেসব প্লেয়ারের কথা বলছেন, তাঁরা আহামরি কিছুই করেনি। ওরা পাঁচ থেকে ছয় বছর খেলেছে। সবাই ওদের পারফরম্যান্স এবং পরিসংখ্যান জানে। কেউই মহান কিছু করেনি।' ভারত ইতিমধ্যেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে পাকিস্তান। জিতলেই সুপার ফোরে আবার ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপে দুই দেশ দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার আগে নিজের দলের তরুণ ব্রিগেডের পাশে দাঁড়ালেন আমির। সবাইকে ধৈর্য ধরার বার্তা দেন। এশিয়া কাপে আরও দু'বার ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে তরুণ ব্রিগেডকে চাপে ফেলতে চান না মহম্মদ আমির। বরং, সবাইকে তাঁদের পাশে থাকার বার্তা দেন।
