আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ আমির ও বাবর আজম মুখোমুখি মানেই উত্তাপ। পাকিস্তান সুপার লিগের ম্যাচে সেটাই দেখা গেল। পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স ম্যাচে আমির ও বাবর আজমের মধ্যে লেগে গেল ধুন্ধুমার।
কোয়েটা গ্লাডিয়েটর্স প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৭৮ রান। পেশোয়ার জালমির দুই ওপেনার সাইম আয়ুব ও বাবর আজম মাঠে নামার পরে শুরু হয়ে যায় আমিরের সঙ্গে লড়াই।
মহম্মদ আমির সময় নষ্ট করেননি একটুও। চারটে ডেলিভারিতেই বাবরকে ফেরান পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি পেসার।
বাউন্সার দিয়ে শুরু করেন আমির। তাঁর তীক্ষ্ণ বাউন্সার আছড়ে পড়ে বাবরের হেলমেটে। তার পরই কনকাশন পরীক্ষা করা হয় বাবরের। এর পরে সতর্ক ভাবে ব্যাট করার চেষ্টা করেন বাবর। আমিরের বলে সিঙ্গল নেওয়ার আগে ডট বল খেলেন।
পরিকল্পনা নিয়ে দ্বিতীয় ওভার করতে আসেন আমির। ইনসুইংগারে বাবরের উইকেট তুলে নেওয়ার পরে উত্তেজিত মহম্মদ আমিরের সেলিব্রেশন দেখে বিস্মিত হয়ে যান কোয়েটা গ্লাডিয়েটর্সের মেন্টর স্যর ভিভ রিচার্ডস। তাঁকে লক্ষ্য করেই উত্তেজিত ভাবে সেলিব্রেশন করতে দেখা যায় আমিরকে। ডাগ আউটে বসে থাকা রিচার্ডস তাঁকে শান্ত হওয়ার ইঙ্গিত করেন। কিন্তু আমিরকে কে শান্ত করবেন!
