আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামিকে ছাপিয়ে গেলেন মিচেল স্টার্ক। রচনা করলেন নতুন ইতিহাস। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন অজি তারকা। মহম্মদ সামিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন। ছয় ইনিংসে স্টার্কের সংগ্রহ ১১ উইকেট। সামির ছিল ১০। মোট পাঁচটি আইসিসি ফাইনালে ১১ উইকেট শিকার অস্ট্রেলিয়ান তারকার। গড় ২৬.৬৩। ইকোনমি রেট ৫.১৭। সেরা বোলিং ৫৫ রানে ৩ উইকেট। আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁর সেরা পারফরম্যান্স।
আইসিসি ফাইনালে চার ম্যাচে ১০ উইকেট সামির। গড় ৩৮.৯০। ইকোনমি রেট ৩.৯৫। তাঁর সেরা বোলিং ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৭৬ রানে ৪ উইকেট নেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমদিন আধিপত্য ছিল বোলারদের। ২৫৫ রানে ১৪ উইকেট পড়ে। ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই আইডেন মার্করাম এবং রায়ান রিকেলটনকে ফেরান স্টার্ক। তাঁকে যোগ দেন প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। চাপের মুখে হিমশিম খায় প্রোটিয়া ব্যাটাররা। প্রথম ইনিংসে অল্প রান করেও দিনের শেষে ভাল জায়গায় অজিরা।
