আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ানদের স্লেজিংকে কে না ভয় পায়! ঘরের মাঠে প্রতিপক্ষকে ডেকে এনে চিন মিউজিকের সঙ্গে স্লেজিংয়ে স্লেজিংয়ে জেরবার করে দেন অজিরা। 

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ফিরে এল সেই স্লেজিং। মিচেল স্টার্ক ছাড়লেন না হর্ষিত রানাকে। 

স্টার্ক ও রানা আইপিএলে কেকেআর-এর হয়ে একসঙ্গে খেলেছেন গতবার। সেই রানা ও স্টার্ক এখন সম্মুখ সমরে। বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় দিনে বল হাতে রানা অজি তারকা স্টার্ককে ব্যতিব্যস্ত করে দেন। বাউন্সার, বুক সমান উচ্চতায় বল তুলে স্টার্ককে সমস্যায় ফেলে দেন। 

এর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ছিল ৮৩। পারথে  অস্ট্রেলিয়া আরও আগে হয়তো ধসে যেত। কিন্তু মিচেল স্টার্কের ব্যাটিং সেই লজ্জার হাত থেকে রক্ষা করে অজিদের। 

এদিন রানার দ্বিতীয় ওভারের একটি বল আচমকাই লাফিয়ে ওঠে। স্টার্ক নিজেকে সরিয়ে নিতে পারেননি। রানার বল স্টার্কের ব্যাটের কানায় লেগে স্লিপ অঞ্চলে যায়। সেই যাত্রায় স্টার্কের ভাগ্য ভাল, স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ধরা পড়েননি অজি তারকা। বল অনেকটাই আগে পড়ে। 

 

?ref_src=twsrc%5Etfw">November 23, 2024

 

রানা যখন নিজের বোলিং মার্কের দিকে এগোচ্ছেন, তখন স্টাম্প মাইক্রোফেনে শোনা যায় স্টার্ক কেকেআরে তাঁর প্রাক্তন সতীর্থ রানাকে বলছেন, ''হর্ষিত আমি কিন্তু তোমার থেকেও জোরে বল করতে পারি। এ ব্যাপারে আমার লম্বা স্মৃতি রয়েছে।'' 

শেষমেশ স্টার্ক অবশ্য আউট হন তাঁর প্রাক্তন সতীর্থ হর্ষিত রানার বলেই। উইকেটের পিছনে স্টার্কের ক্যাচটি ধরেন ঋষভ পন্থ।