আজকাল ওয়েবডেস্ক: নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স গতবারের আইপিএলে প্লে অফে পৌঁছেও ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারেনি। হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ার টু-তে হার মানে পাঞ্জাব কিংসের কাছে। সেই ম্যাচে শ্রেয়স আইয়ার দুর্দান্ত খেলেন। বলা ভাল শ্রেয়স আইয়ারের কাছেই হার মানে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন মিচেল স্য়ান্টনার। চেন্নাই সুপার কিংস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন স্যান্টনার।
সেই স্যান্টনারের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বেশ ভাল পারফরম্যান্স তুলে ধরে নিউজিল্যান্ড। মরু দেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল কিউয়িরা। সেই ফাইনালে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারেনি কিউয়িরা। রোহিত শর্মার ভারত চ্যাম্পিয়ন হয় সেই যাত্রায়।
এবার স্যান্টনারকে টেস্ট দলের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্যান্টনার ৩২-তম ক্যাপ্টেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে বুধবার শুরু হচ্ছে টেস্ট। সেই টেস্ট থেকে টম ল্যাথাম ছিটকে গিয়েছেন। ল্যাথাম না থাকায় এবার টেস্ট দলের নেতৃত্ব উঠেছে স্যান্টনারের হাতে। কাঁধের চোটের জন্য ল্যাথাম সরে গিয়েছেন।
চলতি মাসের গোড়ার দিকে বার্মিংহ্যামের হয়ে ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছিলেন কাঁধে। সেই চোট এখনও সারেনি তাঁর। দলের সঙ্গেই তিনি থাকবেন। ৭ আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচে চোট পুরোদস্তুর সারিয়ে প্রথম একাদশে ঢুকতে পারেন ল্যাথাম। সেক্ষেত্রে স্যান্টনারের হাতে আর দেখা যাবে না জাতীয় দলের ক্যাপ্টেনের রিমোট কন্ট্রোল।
এই টেস্টে নামার আগে হারারেতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে জয়ী হয় নিউজিল্যান্ড। পাঁচটি ম্যাচে অপরাজিত ছিল কিউয়িরা।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ল্যাথাম না থাকায় হেড কোচ রব ওয়াল্টার জানান, ল্যাথামের অভাব অনুভূত হবে। তিনি আরও বলেন, ''ক্যাপ্টেনকে না পাওয়া কখনওই ভাল নয়। এই ক্যাপ্টেন আবার ওয়ার্ল্ড ক্লাস ওপেনার, দুর্দান্ত টিমম্যান তবে দ্বিতীয় টেস্টে ওকে দলে পেতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। ল্যাথামের পরিবর্ত হিসেবে কাউকে নিতে হবে কিনা সেটাই এখন দেখার। তবে এই মুহূর্তে মনে হয় ল্যাথামকে আমরা পরের টেস্টে পাব।''
আইপিএলের মেগা নিলামে স্যান্টনারকে ২ কোটি টাকার বিনিময়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ল্যাথাম না থাকলেও স্যান্টনার যে দক্ষ হাতে টেস্ট দল সামলাতে পারবেন সেই ব্যাপারে নিশ্চিত ওয়াল্টার। তিনি বলেছেন, ''টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে সম্প্রতি দারুণ কাজ করেছে মিচ। ওএর স্ট্র্যাটেজি দারুণ। খেলার প্রতি ওর ধারণা বেশ পরিষ্কার। তবে টেস্ট ফরম্যাট কিন্তু সম্রপূর্ণ ভিন্ন ধরনের ফরম্যাট। দলের খেলোয়াড়দের শ্রদ্ধা ওর সঙ্গেই থাকবে। ফলে স্যান্টনার দুর্দান্ত কাজ করবে বলেই আমার বিশ্বাস।''
টি-টোয়েন্টি ফরম্যাটে ঠিক যেভাবে দল পরিচালনা করে এসেছেন, দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, প্রথম টেস্টেও অধিনায়ক হিসেবে ছাপ ফেলবেন স্যান্টনার, এমনটাই মনে করছেন নিউজিল্যান্ডের ভক্তরা। স্যান্টনার ৩০টি টেস্টে ৭৪টি উইকেট নেন।
আরও পড়ুন: পণ্ডিতহীন কেকেআর, আচম্বিতেই নাইট শিবির ছাড়লেন আইপিএল জয়ী কোচ
