আজকাল ওয়েবডেস্ক: তাঁর ব্যাট কথা বলল না রবিবার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন বল খেললেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এই তিন বলে খাতা খুলতে পারলেন না পাক তারকা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শূন্য রান করায় তীব্র সমালোচিত হন বাবর আজম।

জেডেন সিলসের দারুণ গতির বল খেলতে পারেননি বাবর। তাঁর উইকেট ভাঙেন সিলস। বাবর আউট হওয়ায় দারুণ খুশি হন ক্যারিবিয়ানরা। দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায় পাক ব্যাটারকে। ৩১টি ওয়ানডের মধ্যে এটাই প্রথম ডাক বাবর আজমের। কিন্তু বাবরকে নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভক্তরা। তাঁর সমালোচনায় মেতে ওঠেন তাঁরা। বাবর সম্পর্কে জোক বেরোতে থাকে, বেরোয় মিম। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন বলে শূন্য রান করে বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে হতাশাজনক প্রত্যাবর্তন। 

আরও পড়ুন:  এবার বিশ্বকাপ জিতে দেখাব, হুঙ্কার হরমনপ্রীতের

আরেক ভক্ত মজা করে লেখেন, ''বাবর আজম ১০০ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না।'' আরেক ভক্ত লিখেছেন, ''পাকিস্তান ক্রিকেটের সব থেকে ওভাররেটেড ক্রিকেটার বাবর আজম।'' 

এক ভক্ত তুলে ধরেছেন ক্রিকেট কেরিয়ারে বাবর আজম সুবিধা পেয়েছেন অনেক। অনেকের সাহায্য পেয়েছেন। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। 

সেই ভক্তটি লেখেন, ''মিকি আর্থার ওর পাশে ছিল। সরফরাজ আহমেদ ওকে তৈরি করেছিল। অধিনায়কত্বের জন্য ইমরান খান ওর নাম সুপারিশ করেছিল। রামিজ রাজা ওকে পুরোদস্তুর কতৃত্ব দিয়েছিল। অন্য ফরম্যাটে বাকি প্লেয়ারদের মতো তাঁকে ছেঁটে ফেলাও হয়নি। নিজেকে দুষতে হবে বাবর আজমকে।'' 

বাবর আজমের রান না পাওয়া নতুন কোনও ব্যাপার নয়। ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ১৩১ বলে ১৫১ রান করেছিলেন পাক তারকা। তার পরে ৭১টি ইনিংস হয়ে গেলেও বাবর আজম সেঞ্চুরি পাননি। 

দীর্ঘসময় রান না পাওয়ায়, সেঞ্চুরি না পাওয়ায় বাবর আজমকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চলছে তাঁকে নিয়ে চর্চা। যদিও বাবর আজম উইকেটে পড়ে থেকে স্ট্রাইক রোটেট করেন। কিন্তু শতরান না পাওয়ায় ভক্তদের চর্চায় উঠে এসেছেন বাবর। 

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বাবর আজম ৬৪ বলে ৪৭ রান করেছিলেন। তাঁর সেই ইনিংসের জন্য পাকিস্তান সফল ভাবে রান করতে সক্ষম হয়। 
তবে ভাল শুরু করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে ইদানীং কালে পারছেন না বাবর আজম। তাই তাঁকে নিয়ে চলছে চর্চা। চলছে বিতর্ক। চলছে সমালোচনা। পাকিস্তান  ব্যাটিংয়ের স্তম্ভ হয়েও আসল সময়ে তিনি ব্যাট হাতে ব্য়র্থ হচ্ছেন। সেঞ্চুরি করে জাতীয় দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে ব্য়র্থ তিনি। সিরিজ যত এগোবে, পাকিস্তান যত খেলবে বাবরের উপরে চাপ বাড়তেই থাকবে। একটা সেঞ্চুরি করলে এই চাপ কেটে যাবে। পাক তারকা ওই সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন। 

আরও পড়ুন:  এক হাতে ভদকার ক্যান, অন্য হাতে কোকাবুরা বল, ভাইরাল হলেন এই দর্শক