আজকাল ওয়েবডেস্ক: কোন পথে চলেছে পাকিস্তান ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা। 

একসময়ে পাকিস্তানের কোচ ছিলেন তিনি। সেই মিকি আর্থার একহাত নিলেন পাক ক্রিকেটকে। 

গ্যারি কার্স্টেন ও জেসন জিলেস্পিকে যেভাবে সরানো হয়েছে, তা দেখেশুনে ক্ষুব্ধ আর্থার। তাঁর মতে, অভ্যন্তরীন সমস্যা পাক ক্রিকেটের অগ্রগতির অন্তরায়। 

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ থেকেই হার ছিল পাকিস্তানের সঙ্গী। প্রথমে নিউজিল্যান্ড। পরে ভারত। বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরে পাক জাতীয় দলের কোচ আকিব জাভেদ সমালোচনা সমালোচনায় বিদ্ধ। 

জিলেস্পি-কার্স্টেনের সরে যাওয়ার পিছনে আকিবের অবদান রয়েছে বলে মনে করেন অনেকে। মিকি আর্থার বলছেন, ''পাকিস্তান ক্রিকেট একটা জঙ্গল। নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে। প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, তরুণ প্রতিভাও রয়েছে। কিন্তু ওই এক দোষ। জিলেস্পি ও কার্স্টেনের সঙ্গে যখন চুক্তি করা হল, ভাবলাম ঠিক পথেই এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট।”

কিন্তু কোথায় কী! জিলেস্পি আট মাসও টিকতে পারেনি পাক ক্রিকেটে। অস্ট্রেলিয়ান প্রাক্তন পেসারের আগেই সরে যান কার্স্টেন। 
আকিবের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামে পাকিস্তান। কিন্তু সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়। আর্থার বলেছেন, ''পাকিস্তানের কয়েকজন ভাল  কোচ ছিল। কিন্তু তাঁদের কাজের প্রতি কেউ শ্রদ্ধা দেখাল না। তাঁদের অসম্মান করা হল। কার্স্টেন ও জিলেস্পির জন্য আমার খারাপ লাগছে।''

জিলেস্পি-কার্স্টেনের মতো কোচকে কৌশল করে সরিয়ে দেওয়ায় আসলে ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেটেরই। মিকি আর্থার এমনই মত দিয়েছেন।