আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে ৪৬ রান অল আউট হওয়ার পরে চতুর্দিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। রোহিত শর্মা অ্যান্ড কোং-এর কাটা ঘায়ে নুনের ছিঁটে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের বিপর্যয়ের কথা উল্লেখ করে ভন ব্যঙ্গ করে লিখলেন, ''ভারতের সমর্থকদের বলছি, আপনারা উজ্জ্বল দিকটা দেখুন। আপনাদের দল ৩৬ রানের গণ্ডি তো অতিক্রম করেছে।'' 

 

?ref_src=twsrc%5Etfw">October 17, 2024

২০২০-২১ মরশুমে অ্যাডিলেডে ভারতের অতলান্তিক ব্যাটিং গভীরতা বিধ্বস্ত হয়। মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল সেই ভারত। সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। অস্ট্রেলিয়ান মিডিয়া সুযোগ পেলেই ভারতকে কটাক্ষ করে। কিউয়িদের কাছে ৪৬ রানে মুড়িয়ে যাওয়ার পরে ক্রিকেট.কম.এইউ ভারতকে চিমটি দিতে ছাড়েনি। সোশ্যাল মিডিয়ায় তাদের তরফে লেখা হয়েছে, ''ইজ অল আউট ৪৬' দ্য নিউ 'অল আউট ৩৬'?'' মাত্র ৩১.২ ওভারে ভারতের ইনিংস গুটিয়ে যায়। 

 

?ref_src=twsrc%5Etfw">October 17, 2024

যে ভারতের ক্রিকেট নিয়ে এতদিন সবাই মজেছিল, কিউয়িদের বিরুদ্ধে সেই ফানুসটাই চুপসে গেল।