আজকাল ওয়েবডেস্ক:  ২–২ ড্র টেস্ট সিরিজ। ওভালে টানটান উত্তেজনার ম্যাচে পঞ্চম দিন জিতে গিয়েছে ভারত। জয়ের নায়ক মহম্মদ সিরাজ। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সহ অনেকেই বলেছিলেন ইংল্যান্ড সিরিজটা ৩–০ বা ৩–১ ব্যবধানে জিতবে। এই ভবিষ্যদ্বাণী মেলেনি। 
কিন্তু সিরিজ ২–২ ড্র হল। 

ভবিষ্যদ্বাণী মেলেনি ভনের। কিন্তু তিনি মনে করেন পঞ্চম টেস্ট ইংল্যান্ড দলে যদি বেন স্টোকস থাকতেন, তাহলে ম্যাচটা জিতত ইংল্যান্ডই। তাঁকে বলতে শোনা গিয়েছে, ইংল্যান্ড দলে যদি স্টোকস থাকত, তাহলে এই ম্যাচ জিতত ইংল্যান্ড। এই দলে স্টোকসের বড় ভূমিকা রয়েছে। ওর উপস্থিতি দলের মানসিকতা বদলে দেয়।'' 
ভনের মতে একটা পার্টনারশিপ ক্লিক করে গেলেই ম্যাচটা ইংল্যান্ড জিতত। এদিকে ভারত সিরিজে সমতা ফেরানোর পরে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং পালটা দেন মাইকেল ভন-সহ বাকিদের। ভারতীয় ক্রিকেটারদের তিনি ‘‌যোদ্ধা’‌ বলে অভিহিত করেছেন। 

আরও পড়ুন: গিলের ‘‌নতুন ভারত’‌ এই আস্থা!‌ রোহিত–বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চলেছে বোর্ড ...

নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেছেন, ''এটা ভারতের একটা বড় জয়। সিরিজ ২–২ হলেও। মাইকেল ভন সহ অনেক প্রাক্তনীই বলেছিলেন সিরিজটা ইংল্যান্ড ৩–০ বা ৩–১ ব্যবধানে জিতবে। আমি শুধু বলব নিজেদের দলের দিকে তাকান। ইংল্যান্ড ক্রিকেট কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা দেখুন। সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা যে খেলাটা খেলল তার প্রশংসা করুন।''

মহম্মদ সিরাজ ম্যাজিক  ওভালে। হায়দরাবাদির আগুনে স্পেলে ভারত সিরিজে সমতা ফিরিয়ে আনে। চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলেন সিরাজ। সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। প্রাক্তনদের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন সিরাজ। সেই সিরাজ এদিন প্রায়শ্চিত্ত করলেন। ক্রিকেট বারবার সুযোগ দেয় না। এক বলের খেলা ক্রিকেট। সেখানে ক্রিকেট আরও একটা সুযোগ দিয়েছিল সিরাজকে। হায়দরাবাদি তারকা সেই সুযোগ দু'হাতে লুফে নেন। ওভালে নিজেকে নিংড়ে দিলেন। তিরিশ ওভার হাত ঘুরিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নিলেন। পঞ্চম দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ডের সাজঘরে জোরালো ধাক্কা দিয়েছিলেন  তিনি। ইংল্যান্ডের শেষটাও হয় তাঁরই হাতে। ‌

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২-এ শেষ হওয়ার পরে পয়েন্ট তালিকায় শুভমন গিলের দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (০)। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি। 

ওভালে ৫৩ বলের মধ্যে ইংল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেছে ভারত। ড্র হয়েছে সিরিজ। সেই সময় ভারতের সাজঘরের কেমন অবস্থা ছিল তা প্রকাশ্যে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই দেখানো হয়েছে সাজঘর ও মাঠের অবস্থা। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘‌বিশ্বাস, প্রত্যাশা, উল্লাস! ওভালে ভারতের বিশেষ জয়ের পর আবেগের বিস্ফোরণ।’‌ 

আরও পড়ুন: কেন রোনাল্ডোর সেলিব্রেশন নকল করেন সিরাজ? খোলসা করলেন গুজরাট টাইটান্সের সতীর্থ