আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে রানের পাহাড়ে চেপে বসল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের অনবদ্য শতরানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলে ফেলল ৪৭৪। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জসপ্রীত বুমরা। পেলেন চার উইকেট।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৩১১/৬। উইকেটে ছিলেন স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স। সপ্তম উইকেটে দু’জনে যোগ করেন ১১২ রান। সেখানেই ব্যাকফুটে চলে যায় ভারত। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি ফস্কান অধিনায়ক কামিন্স। স্টিভ স্মিথ করেন ১৪০। ব্রিসবেনের পর মেলবোর্নেও শতরান পেলেন এই অজি ব্যাটার। কামিন্স ফিরে গেলেও টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে দলের রানকে ৪৭৪ রানে পৌঁছে দেন স্মিথ।
ভারতীয় বোলারদের মধ্যে বুমরা পেলেন চার উইকেট। সিরিজে ২৫ উইকেট হয়ে গেল তাঁর। আকাশ দীপ পান ২ উইকেট। জাদেজার শিকার তিনটি।
ভারত ব্যাট করতে নেমেছে। শুরুতেই ফিরলেন রোহিত। কামিন্সের বলে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ভারত অধিনায়ক। মাত্র ৩ রান করেছেন। খেলার দ্বিতীয় ওভারেই হুক করতে গিয়ে ফিরলেন। রাহুলকে সরিয়ে এদিন ওপেনে ফিরলেও ডাহা ফেল। এবার সত্যিই রোহিতকে নিয়ে ভাবার সময় হয়েছে নির্বাচকদের।
