আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে টানটান উত্তেজনা। জিততে হলে চাই ৩৪০। ভারত এখনও অবধি তুলেছে ৮৪। খুইয়েছে তিন উইকেট। খেলছেন যশস্বী ও পন্থ। এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩৪ রানে। শেষ উইকেটে গুরুত্বপূর্ণ ৬১ রান যোগ করে যান লায়ন ও বোলান্ড। পঞ্চম দিন সকালে লায়নকে (৪১) ফেরান বুমরা। ফের ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। তিন উইকেট নিয়েছেন সিরাজ।
রবিবার অর্থাৎ চতুর্থ দিন এক সময় অস্ট্রেলিয়া ৯১/৬ হয়ে গিয়েছিল। কিন্তু লাবুসেন ও কামিন্স রুখে দাঁড়ান। তাও বুমরার দাপটে এক সময় অস্ট্রেলিয়া হয়ে গিয়েছিল ১৭৩/৯। কিন্তু শেষ উইকেটে লায়নের সঙ্গে বোলান্ড (১৫) যে এরকম রুখে দাঁড়াবেন কে জানত। খারাপ ফিল্ডিং, একাধিক ক্যাচ মিস, নো বল ভারতকে ফের ব্যাকফুটে ঠেলে দেয়।
৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফের ব্যর্থ রোহিত। করলেন মাত্র ৯। একই কথা বিরাটের ক্ষেত্রেও প্রযোজ্য (৫)। এই দুই সিনিয়রকে নিয়ে এবার সত্যিই ভাবার সময় হয়েছে। এত দিন ধরে ছন্দে না থাকাটা সত্যিই খারাপ দিক। সিরিজে ভাল ফর্মে থাকা রাহুল (০) রান পেলেন না। জয়সোয়াল অর্ধশতরান করেছেন। সঙ্গে রয়েছেন পন্থ। চায়ের বিরতিতে ভারতের রান ১১২/৩। খেলছেন যশস্বী (৬৩) ও পন্থ (২৮)। দুটি উইকেট নিয়েছেন কামিন্স, একটি স্টার্ক।
