আজকাল ওয়েবডেস্ক: একদিনের আন্তর্জাতিকে বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ থেকেই নেতৃত্ব দেবেন মিরাজ। এর আগে টি২০ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। তিন ধরনের ক্রিকেটে তিন জন অধিনায়কের পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
 প্রসঙ্গত, গত টি২০ বিশ্বকাপের পর থেকেই নেতৃত্ব ছাড়তে চাইছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বিসিবি কর্তারা তাঁকে বুঝিয়ে এত দিন দায়িত্বে রেখে দিয়েছিলেন। কিন্তু আর রাজি নন তিনি। একজন ব্যাটার হিসাবে দেশের হয়ে খেলতে চান। তাই কিছুটা বাধ্য হয়েই নতুন অধিনায়কের পথে হাঁটতে হল বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। তবে টেস্ট ক্রিকেটে আপাতত অধিনায়ক থাকছেন শান্তই। বিসিবি বিবৃতিতে বলেছে, ‘ব্যাট এবং বল হাতে মিরাজের ধারাবাহিকতা, লড়াই এবং অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠের ভিতরে এবং বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি। এই পালাবদলের সময় এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকেই উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস মিরাজের মানসিকতা এবং পরিণতিবোধ ক্রিকেটের এই সংস্করণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’ 
 
 এটা ঘটনা, চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কা সফরেই প্রথম একদিনের ক্রিকেট খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই ছিলেন অধিনায়ক। মিরাজ ছিলেন সহ–অধিনায়ক। এর আগে কয়েক বার মিরাজকে সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলেও এবারই প্রথম দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হল তাঁকে। আপাতত একবছরের জন্য করা হয়েছে। তবে সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের বিশ্বকাপে মিরাজেই নেতৃত্বেই খেলতে নামবে বাংলাদেশ।
 
 এখনও অবধি একদিনের ক্রিকেটে ১৬১৭ রান করেছেন মিরাজ। দুটি শতরানও রয়েছে। উইকেট নিয়েছেন ১১০টি।  
