আজকাল ওয়েবডেস্ক: চার মাসের জন্য ছিটকে গেলেন মার্ক উড। বাঁ পায়ে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের পেসারকে। সপ্তাহের শুরুতে জানা যায়, তাঁর লিগামেন্টে চোট লেগেছে। অস্ত্রোপচার করতে হবে। এক মাসের বেশি হাঁটুর সমস্যায় ভুগছেন উড। লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পান তারকা পেসার। নিজের স্পেল শেষ করার পর মাঠ ছাড়েন। সেটব্যাক নিয়ে চূড়ান্ত হতাশ হয়ে পড়েন। তবে আশাবাদী ছিলেন। উড বলেন, 'বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে আমি খেলছি। তবে এতদিন মাঠের বাইরে থাকা নিয়ে হতাশ। আশা করছি হাঁটুর সমস্যা সামলে আমি আবার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারব।'
এই গোটা পর্বে তাঁর পাশে যারা ছিল, তাঁদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইংল্যান্ডের তারকা। উড বলেন, 'আমি সার্জেন, ডাক্তার, স্টাফ, ইংল্যান্ডের সতীর্থ এবং কোচদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। অবশ্যই ফ্যানদেরও ধন্যবাদ। আমি মাঠে ফেরার অপেক্ষায় থাকব। দল হিসেবে ২০২৫ সালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।' চোটের জন্য ইংলিশ মরশুমের শুরুটা মিস করবেন উড। তবে জুলাইয়ের মধ্যে পুরোদমে ফিট হওয়ার চেষ্টা করছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব সারবেন উড।
