আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড ডার্বি নিয়ে উন্মাদনা তুঙ্গে। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। শনিবার বিকেলে মোহনবাগানের প্র্যাকটিসের সময় গ্যালারির নীচে ভিড় জমায় সমর্থকরা। সেই চিরাচরিত ছবি। প্রত্যেক ডার্বির আগে যা দেখা যায়। কামিন্স, ম্যাকলারেন, পেত্রাতোসদের থেকে গোলের দাবি। যা হাসিমুখে গ্রহণ করে মোহনবাগানের অজি ত্রয়ী। ডার্বিতে রেকর্ড অটুট হোসে মোলিনার। এখনও পর্যন্ত কোনও বড় ম্যাচ হারেননি। রবিবার কি সেই রেকর্ড অক্ষত থাকবে? অন্যান্যবারের তুলনায় এবারের চিত্র কিছুটা আলাদা। নতুন ইস্টবেঙ্গল বেশ শক্তিশালী। ডুরান্ডের শুরু থেকেই একের পর এক ভাল পারফরম্যান্স। বড় ব্যবধানে জয়। শুধু তাই নয়, খেলছেও ভাল। তবে ইস্টবেঙ্গল তেতে যাক, এমন কিছু করতে বা বলতে চান না হোসে মোলিনা। স্প্যানিশ কোচের অপরাজেয় রেকর্ডের জন্য অলিখিতভাবে ফেভারিট মোহনবাগান। এটা কি তাঁর এবং দলের ওপর চাপ বাড়াবে? মোলিনা বলেন, 'আমরা খেলার জন্য তৈরি। সব সময় জেতার জন্যই নামব। আমরা এখনও সেরা জায়গায় পৌঁছয়নি। ওদের থেকে ৭-৮ দিন কম প্র্যাকটিস করেছি। তবে ওদের সঙ্গে বেশি পার্থক্যও নেই। সেরা দলকে দেখা সম্ভব নয়। তবে আমি সমর্থকদের অনুভূতি জানি। গত তিনদিন ধরে সমর্থকরা আমার কাছে আবদার করছে। আমিও ডার্বি জিততে চাই। সমর্থকদের আনন্দ দিতে চাই। ডুরান্ড জেতার আশা জিইয়ে রাখতে চাই।'
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর দাবি, এবার নতুন ইস্টবেঙ্গলকে দেখা যাবে। মোহনবাগান দলের দুর্বলতা সম্বন্ধে অবগত। বিপক্ষের কোচের প্রশংসা করেন বাগান কোচ। মোলিনা বলেন, 'ইস্টবেঙ্গল এবার শক্তিশালী দল। ওদের কোচও নামী। তাঁর আমাদের নিয়ে হোমওয়ার্ক করা স্বাভাবিক। গতবারও ওরা শুরুটা ভাল করেছিল। ভাল প্লেয়ার, কোচ ছিল। কিন্তু শেষমেষ মরশুমটা ভাল যায়নি। তবে ওদের বিরুদ্ধে খেলা কঠিন হবে। ওরাও বাড়তি মোটিভেশন নিয়ে খেলবে। ম্যাচ জেতার জন্য যা করার সবাই করবে। আমাদের দলও নিখুঁত নয়। ফিটনেসে ঘাটতি আছে। ১৫ দিনের প্র্যাকটিসে যতটা সম্ভব করার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুটো দলই নিজেদের উজাড় করে দেবে।'
ডার্বিতে রশিদকে পাবে না ইস্টবেঙ্গল। এটা কি কিছুটা বাড়তি সুবিধা দেবে মোহনবাগানকে? মোলিনা বলেন, 'রশিদ নেই তো কী হয়েছে? বাকিরাও কি নেই? পাঁচজন বিদেশি আছে।' ৯০ মিনিটে ম্যাচের ফয়সালা চান বাগান কোচ। তবে টাইব্রেকার অনুশীলনও সেরে রাখেন। ডার্বিতে নেই মনবীর সিং এবং কিয়ান নাসিরি। তাই নতুন কৌশল অবলম্বন করতে হয়েছে মোলিনাকে। রিহ্যাবে শুভাশিস। ডার্বিতে ফিরবেন টম অ্যালড্রেড। রক্ষণে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অ্যালবার্তো। প্র্যাকটিস শুরু করেছেন সুহেলও। ডার্বির আগের বিকেলে সবুজ মেরুন শিবির চনমনে। একদিন আগেই এএফসির গ্রুপ পর্বের সূচি প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভাল রেজাল্টের বিষয়ে আশাবাদী বাগান কোচ। মোলিনা বলেন, 'এএফসিতে কঠিন দল থাকা স্বাভাবিক। আশা করছি আমরা পরের রাউন্ডে যাব।' তবে আপাতত ফোকাস ডুরান্ড কাপ। প্রাক মরশুম প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে নিলেও, ঘরের মাঠে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জিততে মরিয়া। আগের বছর একটুর জন্য হাতছাড়া হয়েছে। ফাইনালে নর্থ ইস্টের কাছে হারে মোহনবাগান। এবার আর তার পুনরাবৃত্তি চান না মোলিনা।
