আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে দুটি ব্রোঞ্জ জিতেছেন। বুধবার সকালে দেশে ফিরলেন মনু ভাকের। সঙ্গে ফিরলেন কোচ যশপাল রানা। বুধবার সকালে দিল্লি নামেন শুটিংয়ে জোড়া পদকজয়ী মনু।
প্যারিস থেকে দিল্লিতে ফেরেন মনু। এয়ার ইন্ডিয়ার বিমান এক ঘণ্টা দেরিতে দিল্লি পৌঁছয়। জানা গেছে, সকাল ৯টা ২০ মিনিটে দেশে ফেরেন মনু। বৃষ্টি উপেক্ষা করে শতাধিক মানুষ মনুর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তাঁরা মনুকে বরণ করে নেন। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মনুর বাবা রাম কিষাণ ও মা সুমেধা। দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও মানুষজন এসেছিলেন মনুকে শুভেচ্ছা জানাতে। ছিলেন মনুর কোচ যশপাল রানার বাবাও। মনুকে স্বাগত জানাতে ঢোল বাজিয়ে নাচ–গান করতেও দেখা যায় বিমানবন্দরে উপস্থিত মানুষজনকে।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। ২৫ মিটার পিস্তলে শেষ করেন চার নম্বরে। একটুর জন্য পদক জয়ের হ্যাটট্রিক করতে পারেননি। বিমানবন্দরে এদিন মনুর কোচ যশপাল রানার বাবা ও উত্তরাখণ্ডের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী নারায়ণ সিং রানা বলেন, ‘দেশের কাছে গর্বের মুহূর্ত। একই অলিম্পিকে দুটি পদক। ইতিহাস তৈরি করে দেশে ফিরল মনু। মাত্র ২২ বছরে এই কৃতিত্ব সত্যিই অসাধারণ। এর আগে অভিনব বিন্দ্রা সোনা জিতে দেশকে গর্বিত করেছিল।’
প্যারিস থেকে দিল্লিতে ফেরেন মনু। এয়ার ইন্ডিয়ার বিমান এক ঘণ্টা দেরিতে দিল্লি পৌঁছয়। জানা গেছে, সকাল ৯টা ২০ মিনিটে দেশে ফেরেন মনু। বৃষ্টি উপেক্ষা করে শতাধিক মানুষ মনুর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তাঁরা মনুকে বরণ করে নেন। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মনুর বাবা রাম কিষাণ ও মা সুমেধা। দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও মানুষজন এসেছিলেন মনুকে শুভেচ্ছা জানাতে। ছিলেন মনুর কোচ যশপাল রানার বাবাও। মনুকে স্বাগত জানাতে ঢোল বাজিয়ে নাচ–গান করতেও দেখা যায় বিমানবন্দরে উপস্থিত মানুষজনকে।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। ২৫ মিটার পিস্তলে শেষ করেন চার নম্বরে। একটুর জন্য পদক জয়ের হ্যাটট্রিক করতে পারেননি। বিমানবন্দরে এদিন মনুর কোচ যশপাল রানার বাবা ও উত্তরাখণ্ডের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী নারায়ণ সিং রানা বলেন, ‘দেশের কাছে গর্বের মুহূর্ত। একই অলিম্পিকে দুটি পদক। ইতিহাস তৈরি করে দেশে ফিরল মনু। মাত্র ২২ বছরে এই কৃতিত্ব সত্যিই অসাধারণ। এর আগে অভিনব বিন্দ্রা সোনা জিতে দেশকে গর্বিত করেছিল।’
