আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষীয়ান সুনীলের উপরেই ভরসা। ৪০ বছরের সুনীল ছেত্রীকে রেখেই এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাইপর্বের বাকি ম্যাচের জন্য সম্ভাব্য ২৮ জন ফুটবলারের তালিকা ঘোষণা করলেন জাতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কোয়েজ। মার্চ মাসেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন সুনীল। তারপর থেকেই আলাদা ছন্দে দেখাচ্ছে ভারতীয় ফুটবল দলকে। 


যদিও কিছুটা বাধ্য হয়েই অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল। কারণ তাঁর অবসরের পরেই ভারতীয় দল স্ট্রাইকারের অভাবে ভুগছিল। ম্যাচের পর ম্যাচে ছিল না গোল। ফেরার পর মালদ্বীপের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ ও বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের ফাইনাল পর্বের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে খেলেছিলেন সুনীল। যদিও সেই ম্যাচ ড্র হয়। এবার ওই পর্বেরই বাকি ম্যাচের জন্য সম্ভাব্য ২৮ ফুটবলারের তালিকা ঘোষণা করল জাতীয় ফুটবল ফেডারেশন।  
ভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌ফুটবলাররা ১৮ মে কলকাতায় শিবিরে যোগ দেবেন।’‌


২০২৭ সালের এশিয়ান কাপের ফাইনাল পর্বের যোগ্যতাঅর্জন পর্বে ভারত রয়েছে ‘‌সি’‌ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুর। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে খেলা। 


জুন মাসে ফিফা উইন্ডোতে এই পর্বে ভারতের প্রথম ম্যাচ ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে। সেটি অ্যাওয়ে ম্যাচ। এখনও অবধি গ্রুপের চার দলই এক পয়েন্ট করে পেয়েছে। এক বিবৃতিতে ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘‌হংকং ম্যাচের আগে ব্লু টাইগার্সরা কলকাতায় ১০ দিনের প্রস্তুতি শিবির করবে। এরপর ভারতীয় দল উড়ে যাবে ব্যাঙ্কক। ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। তারপর উড়ে যাবে হংকং।’‌


ভারতের ২৮ জনের দলে রয়েছেন
গোলকিপার:‌ ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমীত সিং চাহাল, অমরিন্দর সিং।
ডিফেন্ডার:‌ নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনসাম চিংলেনসামা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং, নিখিল প্রভু।
মিডফিল্ডার:‌ সুরেশ সিং, নাওরেম মহেশ সিং, আয়ূষ দেব ছেত্রী, উদান্তা সিং, রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্রান্ডন ফার্নান্ডেজ।
ফরোয়ার্ড:‌ সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল ভাট, লালিনজুয়ালা ছাংতে।