আজকাল ওয়েবডেস্ক: পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগের জায়গায় প্রিমিয়ার লিগের এই ক্লাবে যোগ দিতে চলেছেন ৩৯ বছর বয়সী আমোরিম। পর্তুগিজ কোচকে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল ম্যানেজার হিসেবে ধরা হয়ে থাকে। এখন দেখার বিষয় নতুন কোচের জমানায় হারানো গৌরব ফিরে আসে কিনা। পরপর খারাপ পারফরম্যান্সের জন্য কিছুদিন আগেই চাকরি যায় টেন হ্যাগের।
তারপরেই অন্তবর্তীকালীন কোচ ভ্যান নিস্টুলরয়ের অধীনে ক্যারাবাও কাপের ম্যাচে লেস্টারকে হারিয়েছে ইউনাইটেড। তবে প্রিমিয়ার লিগে বর্তমানে ১৪তম স্থানে রয়েছে ম্যান ইউ। এই অবস্থায় আমোরিম ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে সই করেছেন। জানা গিয়েছে, স্পোর্টিং সিপির সঙ্গে দায়িত্ব শেষ করার পরই ইউনাইটেডে যোগ দেবেন তিনি। ইউনাইটেড জানিয়েছে, আমোরিম ১১ নভেম্বর ফিফা উইন্ডোর সময় ক্লাবের দায়িত্ব গ্রহণ করবেন। ক্লাবের তরফে এক বিবৃতিতে
জানানো হয়েছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রুবেন আমোরিমকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত। তিনি জুন ২০২৭ পর্যন্ত চুক্তিতে ক্লাবে যোগ দেবেন এবং তাঁর বর্তমান ক্লাবের দায়িত্বগুলি পূরণ করার পর ইউনাইটেডে যোগ দেবেন। রুবেন ইউরোপীয় ফুটবলের অন্যতম উত্তেজনাপূর্ণ ও উচ্চমানের তরুণ কোচ। খেলোয়াড় এবং কোচ হিসেবে তাঁর অনেক সাফল্য রয়েছে। যতদিন না আমোরিম কোচ হিসেবে যোগ দিচ্ছেন ততক্ষণ রুড ভ্যান নিসেলরয় অন্তর্বতীকালীন কোচ হিসেবে দলটির দায়িত্ব পালন করে যাবেন’।
