আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্টার ছিলেন তাঁরা। এরিক কঁতোনা, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এদের খেলা দেখার জন্য মুখিয়ে থাকতেন ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা। ক্লাবকে বহু শিরোপা এনে দিয়েছেন এই ফুটবলাররা। সেই কারণেই কিংবদন্তি এই ফুটবলারদের নামে মুদ্রিত জার্সির চাহিদাও তুঙ্গে উঠেছিল। অনেকেই স্টেডিয়ামে হাজির হতেন তাঁদের নামের জার্সি গায়ে চাপিয়ে। এই জার্সির চাহিদা এখনও সমানতালে রয়েছে। কিন্তু হঠাৎই তাদের প্রাক্তন তিন তারকার নামে জার্সি প্রিন্টিং নিষিদ্ধ করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আচমকা এমন নিষেধাজ্ঞার কারণই বা কী?


জুলাইয়ের শুরুতে ২০২৫–২৬ মরশুমের জন্য অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন এই জার্সি নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সিমোন লয়েড নামে এক সমর্থক জার্সি সংগ্রহের লক্ষ্যে ম্যান ইউর মেগা স্টোরে গিয়েছিলেন। সেখানেই তাঁর চোখে পড়ে প্রাক্তন তিন তারকার নামে জার্সি প্রিন্টিং নিষেধাজ্ঞার বিষয়টি। শার্ট প্রিন্টিং পলিসির একটি নোটিশও চোখে পড়ে তাঁর। সেখানে চার নম্বর পয়েন্টে লেখা, ‘লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে কঁতোনা, বেকহ্যাম, রোনাল্ডোর জার্সি আমরা প্রিন্ট করতে পারছি না।’


কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল ম্যান ইউ কর্তৃপক্ষ? ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে তারা জানিয়েছে, তিন আইকনিক ফুটবলারের নিজস্ব ইমেজ রাইটস রয়েছে। সেই কারণে কঁতোনা, বেকহ্যাম, রোনাল্ডোর নামে মুদ্রিত জার্সি তারা স্টোরে রাখবে না। ইংলিশ ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেবল এবারের মরশুমেরই জার্সি পাওয়া যাবে স্টোরে। অতীতে ব্যবহৃত কোনও জার্সি পাওয়া যাবে না। ম্যান ইউর এই সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা।


প্রসঙ্গত, নব্বইয়ের দশকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরিচিত মুখ ছিলেন এরিক কঁতোনা। ১৯৯২ সালে তাদের চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফরাসি তারকা ৭ নম্বর জার্সি পরে খেলতেন। ‘রেড ডেভিলস’–এর যুব অ্যাকাডেমিতে বেড়ে ওঠা ডেভিড বেকহ্যামের অবদান কম কিছু নয়। তিনি ছ–ছ’টি লিগ শিরোপা জিতেছেন ম্যান ইউর হয়ে। ১৯৯৯ সালে ত্রিমুকুট জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিনিও ৭ নম্বর জার্সি পরে খেলতেন। অন্যদিকে, ম্যান ইউতে থাকাকালীন ২০০৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। তাছাড়াও তিনবার লিগ চ্যাম্পিয়ন জয়ী দলের সদস্য ছিলেন সিআরসেভেন। ম্যান ইউর হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। সেই কারণে এই তিন ফুটবলারের কদর ম্যান ইউ সমর্থকদের কাছে বিশাল। তাঁদের নামে মুদ্রিত জার্সি না পেয়ে সমর্থকদের মুখ ভার। তাই ক্লাব কর্তৃপক্ষ যতই আত্মপক্ষ সমর্থনের কথা বলুক না কেন, তা মন থেকে মেনে নিতে পারছেন না তাঁরা। 

তিন ফুটবলারই ম্যাঞ্চেস্টারের হয়ে দীর্ঘদিন ধরে খেলেছেন। বেকহ্যাম ও রোনাল্ডো ম্যান ইউ ছেড়েই গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখানেও বিরাট সাফল্য পেয়েছিলেন। তার মধ্যে রোনাল্ডো তো বহু শিরোপা এনে দিয়েছেন রিয়ালকে। তারপর রিয়াল থেকেই রোনাল্ডো চলে যান জুভেন্টাসে। সেখানে অবশ্য বেশি সাফল্য পাননি। আপাতত তিনি রয়েছেন সৌদি আরবের আল হিলালে। সেখানেও অবশ্য নজরকাড়া সাফল্য নেই। আগামী বছর রয়েছে বিশ্বকাপ। সম্ভবত সেই বিশ্বকাপটাই শেষ হতে চলেছে রোনাল্ডোর।