আজকাল ওয়েবডেস্ক:‌ মোহনবাগান সুপার জায়ান্টস, লখনউ সুপার জায়ান্টসের পর বিশ্ব ক্রিকেটে তৃতীয় দলের মালিক হলেন সঞ্জীব গোয়েঙ্কা। আরও একটা দল কিনেছেন তিনি। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার অরিজিনালের ৭০ শতাংশের মালিকানা কিনেছেন কলকাতার এই শিল্পপতি। বৃহস্পতিবার সেই চুক্তি হয়েছে।


মুকেশ আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স, এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংসের মতো লখনউ সুপার জায়ান্টসের মালিক গোয়েঙ্কাও ভারতের পাশাপাশি অন্য দেশের লিগে দল কিনছেন। চলতি সপ্তাহের শুরুতে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চুক্তিতে সই করার জন্য কিছুটা সময় চেয়ে নেন গোয়েঙ্কা। ‘দ্য অবজার্ভার’–এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হরিয়ালি অমাবস্যা। সেই কারণে নতুন চুক্তিতে সই করার জন্য বৃহস্পতিবারকেই বেছে নিয়েছেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে ডারবানের দল কিনেছেন গোয়েঙ্কা। লখনউ সুপার জায়ান্টসের মতো সেই দলের নাম তিনি রেখেছেন ডারবান সুপার জায়ান্টস। জানা গিয়েছে, দ্য হান্ড্রেড লিগে নতুন দলের নাম হবে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। আগস্ট মাসে শুরু হচ্ছে দ্য হান্ড্রেড। তবে এ বার সেখানে ম্যাঞ্চেস্টার অরিজিনাল নামেই খেলবে দল। পরের বার থেকে নতুন নামে খেলবে গোয়েঙ্কার এই দল।


অবশ্য ফুটবলেও একটা দল রয়েছে গোয়েঙ্কার। কলকাতার ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টসের মালিক তিনি। গত তিন বছরে ভারতীয় ফুটবলে সবচেয়ে সফল ক্লাব মোহনবাগান। ক্রিকেটেও সেই সাফল্য চাইছেন গোয়েঙ্কা।


তবে আইপিএলে তিনি এখনও সেই প্রত্যাশিত সাফল্য পাননি। তাঁর দল লখনউ সুপার জায়ান্টস প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২৭ কোটি খরচ করে ঋষভ পন্থকে নেওয়া হয়েছিল। তিনি সাফল্য দিতে পারেননি।


এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে চোট পেয়েছেন পন্থ। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ঋষভ পন্থের মেটাটারসাল (গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে অবস্থিত লম্বা পাঁচটি হাড়) ভেঙে গিয়েছে। ভাঙা পা নিয়েই বৃহস্পতিবার ব্যাট করেছেন ভারতীয় দলের সহ–অধিনায়ক। অর্ধশতরানও করেছেন। তবে উইকেটকিপিং করতে পারছেন না। খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছ’সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে পন্থকে।


এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিন ভারতের রান তখন ৩০০–র গণ্ডি পেরিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তখন হঠাৎই দেখা যায় ভারতীয় দলের জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। ক্যামেরায় তাঁর মুখ ভেসে উঠতেই মাঠে উপস্থিত দর্শকরা তাঁকে অভিবাদন জানান। তখনই বোঝা গিয়েছিল, দলের দরকারে ব্যাট করতে নামবেন তিনি। আর সেটাই হয়। 

শার্দূল ঠাকুর ৪১ রানে আউট হয়ে ফেরার পর যখন ব্যাট করতে নামেন পন্থ, দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা চলে। শুভমন গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। পরে জানা যায়, গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে থাকা লম্বা পাঁচটি হাড় ভেঙে গিয়েছে পন্থের। চিকিৎসকদের পরামর্শ অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে পন্থকে। ‌আপাতত এই টেস্টে ধ্রুব জুরেল করবেন উইকেটকিপিং। শেষ টেস্টে হয়ত তিনিই খেলবেন।