আজকাল ওয়েবডেস্ক: এবারের ইউএস ওপেনে বিতর্ক লেগেই রয়েছে। পিওত্র সেরেক। পোলিশ এই কোটিপতিই এখন ইউএস ওপেনে টুপি বিতর্কের মুখ। ঠিক কী হয়েছে? ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ন’নম্বর বাছাই কারেন খাচানভ। তাঁকে হারিয়ে দেন পোল্যান্ডের অবাছাই কামিল মাজচার্জাক। অবিস্মরণীয় এই জয়ের পর পোলিশ খেলোয়াড় ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন। তখনই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। টুপি বিতর্কের সূত্রপাতও এখান থেকেই।
মাজচার্জাক তাঁর টুপি এক খুদের হাতে দিতে যান। যদিও ক্যামেরায় ধরা পড়ে, ওই খুদের পাশে থাকা সেই টুপি কেড়ে নিয়ে স্ত্রীর ব্যাগে ঢুকিয়ে নিচ্ছেন এক মাঝবয়সি ব্যক্তি। ২৮ বছর বয়সি টেনিস খেলোয়াড় তখন খেয়াল করেননি এই ঘটনা। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম পিওত্র সেরেক। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হওয়ায় নেট নাগরিকরা তাঁর সমালোচনায় মুখর। জানা গিয়েছে, পোল্যান্ডে একটি সংস্থার মালিক এই ধনকুবের।
এদিকে, টুপি না পেয়ে একেবারে উতলা হয়ে পড়তে দেখা যায় ওই বাচ্চাটিকে। রীতিমতো উঠে দাঁড়িয়ে মাজচার্জাকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করে। সেই সময় অবশ্য তা শুনতে পাননি মাজচার্জাক। পরে অবশ্য ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ইনস্টাগ্রামে ‘খুদের সন্ধান’ চাই বলে একটা পোস্টও করেন। তাঁকে আরেকটি টুপি উপহার দেওয়ার কথাও বলেন তিনি।
শেষ পর্যন্ত সমর্থকদের সাহায্যে সেই খুদের সন্ধানও পান মাজচার্জাক। এরপর তিনি লেখেন, ‘অবশেষে ওই খুদে ভক্তের সন্ধান পেয়েছি।’ উল্লেখ্য, রাশিয়ান খেলোয়াড় কারেন খাচানভকে রুদ্ধশ্বাস ম্যাচে ২–৬, ৬–৭, ৬–৪, ৭–৫, ৭–৬ ব্যবধানে হারিয়েছেন মাজচার্জাক।
এদিকে, জমে উঠেছে ইউএস ওপেন। আলকারাজ, জকোভিচ, সাবালেঙ্কারা চলে গিয়েছেন চতুর্থ রাউন্ডে।
ইতালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে (৬–২, ৬–৪, ৬–০) উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। এছাড়া প্রি–কোয়ার্টারে উঠেছেন টেলর ফ্রিৎজ, এরিনা সাবালেঙ্কা, জেসিকা পেগুলা। তবে শুক্রবার বেশ কয়েকটি অঘটন ঘটেছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন এমা নাভারো, এমা রাডুকানু, ফ্রান্সিস টিয়াফো, মিরা আন্দ্রিভা, বেন শেলটন, জেসমিন পাওলিনির মতো তারকারা। আলকারাজের হাঁটুর চোট নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছে।
তৃতীয় রাউন্ডেও এক সেট হেরে জিতেছেন জকোভিচ। ২ ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ে তিনি ৬–৪, ৬–৭ (৪–৭), ৬–২, ৬–৩ গেমে হারান বিশ্বের ৩৫ নম্বর ব্রিটেনের ক্যামেরুন নরিকে। এক মাত্র দ্বিতীয় সেট ছাড়া বাকি ম্যাচে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি ব্রিটেনের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। এই নিয়ে হার্ড কোর্টে ১৯২ তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে নজির গড়লেন জোকার। ভেঙে দিলেন রজার ফেডেরারের ১৯১টি ম্যাচ জেতার নজির। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল। গ্র্যান্ড স্ল্যামে হার্ড কোর্টে তাঁর জয়ের সংখ্যা ১৪৪।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠছেন শীর্ষ বাছাই সাবালেঙ্কাও। তিনি সরাসরি সেটে হারালেন ৩১ নম্বর বাছাই কানাডার লেলা ফার্নান্ডেজকে। সাবালেঙ্কার পক্ষে ম্যাচের ফল ৬–৩, ৭–৬ (৭-২)। এই ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন।
