আজকাল ওয়েবডেস্ক: একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত। ১৯ তম ওভারের শেষ বল। মুম্বই ইনিংস। উইকেটে তখন অধিনায়ক হার্দিক আর তিলক ভার্মা। তিলকের রান তখন ২৩ বলে ২৫। আচমকাই তাঁকে ডেকে নেওয়া হল। রিটায়ার্ড আউট ঘোষণা করে। পরিবর্তে ২২ গজে নামানো হয় মিচেল স্যান্টনারকে। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি। মুম্বইকে হারতে হয়েছে।
অধিনায়ক হার্দিকের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চারিদিকে জল্পনা। হারের পর হার্দিকের সাফাই, ‘ওর ব্যাট থেকে বড় শট আসছিল না। আমাদের সেই সময় বড় শটের দরকার ছিল।’ কিন্তু স্যান্টনারই বা কী করলেন? ২ বলে মাত্র ২। এমনকী স্যান্টনারকে শেষ ওভারের তৃতীয় বলে স্ট্রাইক দেওয়ার সাহসও দেখাতে পারেননি হার্দিক। তাহলে নামানোই বা কেন?
যদিও মুম্বই কোচ এই বিতর্কের মাঝে জানিয়েছেন, সিদ্ধান্তটা ছিল তাঁর। হেড কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘তিলক ভাল ব্যাট করছিল। বিশেষত তৃতীয় উইকেট পড়ে যাওয়ার পর। সূর্যর সঙ্গে ভাল জুটি গড়েছিল। তবে সেট হওয়ার পর ও বড় শট খেলার চেষ্টা করছিল। কিন্তু পারছিল না। ওই সময় উইকেটে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছিল তিলক। তাই বড় শট নেওয়াটা জরুরি ছিল। যাই হোক তখন মনে হয়েছিল তরতাজা কাউকে নামালে ভাল হয়। এই ঘটনাগুলো ক্রিকেটে হয়েই থাকে। সিদ্ধান্তটা কঠিন হলেও ওই পরিস্থিতিতে নিতে হয়েছিল। পরিকল্পনাটা কাজে লাগেনি। এই হল ব্যাপার।’
ব্যাটে ও বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য হার্দিকের প্রশংসাও করেছেন জয়বর্ধনে। বলেছেন, ‘হার্দিকের প্রচুর অভিজ্ঞতা। তবে পাওয়ার প্লে তে আমরা রান একটু বেশি দিয়ে ফেলি। পরে সেটা আটকানো গেলেও প্রতিপক্ষের রানকে ২০০ র মধ্যে আটকে রাখতে পারিনি। সেটাই সমস্যা তৈরি করে দিল। আমাদের দলটা অভিজ্ঞ। তবে একদিন হল না। পরেরবার চেষ্টা করতে হবে।
