আজকাল ওয়েবডেস্ক:‌ জয় শাহ। আইসিসি চেয়ারম্যান। রোহন জেটলি। দিল্লি ক্রিকেট সংস্থার সচিব। এবার মহানার্যমান সিন্ধিয়া। ক্রিকেট প্রশাসনে আরও এক রাজনীতিবিদের সন্তান। মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ২৯ বছর বয়সি পুত্র মহানার্যমান সেই রাজ্যের ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছেন। তিনি এমপিসিএ–র সর্বকনিষ্ঠ সভাপতি।


এটা ঘটনা, সিন্ধিয়া পরিবার দীর্ঘদিন ধরেই মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত। মহানার্যমানের দাদু অর্থাৎ মাধবরাও সিন্ধিয়াও এমপিসিএ–র সভাপতি ছিলেন। একই পদে ছিলেন জ্যোতিরাদিত্যও। এবার রাজপরিবারের নতুন প্রজন্মের কাঁধে সেই দায়িত্ব এসে পড়েছে। শনিবার ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও সেই পদের জন্য মহানার্যমান ছাড়া আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপিসিএ–র সভাপতি হতে চলেছেন। যদিও ক্রিকেট মহলের একাংশ একে ‘পরিবারতন্ত্র’ বলে খোঁচা দিতে ছাড়ছে না।


এটা ঘটনা, আগামী ২ সেপ্টেম্বর নির্বাচন। তবে তার আগেই নিশ্চিত হয়ে গেল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সর্বকনিষ্ঠ সভাপতি হতে চলেছেন মহানার্যমান। মঙ্গলবারই নতুন কার্যকরী সমিতি গঠন করা হবে। লন্ডনের স্কুল অফ ইকোনমিকস থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। ২০২২ সালে গোয়ালিওরেরয়া ক্রিকেট সংস্থার সহ–সভাপতি হয়েছিলেন। এছাড়া মধ্যপ্রদেশ ক্রিকেট লিগেরও প্রধান তিনি। অনেকের মতে, ক্রিকেট প্রশাসনের পদ দিয়েই রাজনীতি জীবনের সূচনা হতে চলেছে কেন্দ্রের যোগাযোগ মন্ত্রীর পুত্রের।


প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অনেক রাজনীতিবিদের পুত্রকেই ক্রিকেট প্রশাসনের বড় পদে আসতে দেখা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন। তিনি বর্তমানে আইসিসি’র চেয়ারম্যান। অন্যদিকে প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহন জেটলি বর্তমানে দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি।

এদিকে, রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। এক বছর যেতে না যেতেই। এবার কী হবে?‌ প্রশ্ন সর্বত্র। কয়েক দিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল, দলের অধিনায়ক সঞ্জু স্যামসন থাকতে চাইছেন না। সেই জল্পনার মাঝে আচমকা রাজস্থানের প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর বিদায় ঘিরে জলঘোলা হচ্ছে। এবি ডিভিলিয়ার্সের মতে, দ্রাবিড়কে তাড়িয়েই দিয়েছে রাজস্থান।


দ্রাবিড় রাজস্থানের কোচের পদ ছাড়ার পর দল জানিয়েছে, ভারতের টি•টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচকে আরও বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। দ্রাবিড় তাতে রাজি হননি। পাশাপাশি কোচের পদও ছেড়ে দিয়েছেন তিনি। দ্রাবিড়ের প্রস্থান ঘিরে রাজস্থানের এই দাবিতে অবাক হয়েছেন ডিভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে দ্রাবিড়কে নিয়ে মুখ খুলেছেন ডিভিলিয়ার্স। তাঁর মতে, প্রিমিয়ার লিগে যে ভাবে কোচদের সরিয়ে দেওয়া হয়, সেটাই হয়তো হয়েছে দ্রাবিড়ের ক্ষেত্রে। আইপিএলে বিরাট কোহলির সতীর্থ বলেন, ‘‌প্রিমিয়ার লিগে কোচ ও ম্যানেজাররা সব সময় চাপে থাকে। সাফল্য না দিতে পারলে মালিকের বকুনি শুনতে হয়। এ ক্ষেত্রে কী হয়েছে সেটা আমরা জানি না। তবে হয়তো দ্রাবিড়কে তাড়িয়েই দেওয়া হয়েছে। সেটা ঠিক নয়। হতে পারে পরের মরসুমে রাজস্থানের অন্য পরিকল্পনা রয়েছে। সেই কাজ শুরু করেছে তারা।’‌