আজকাল ওয়েবডেস্ক: মিতা পালের অলরাউন্ড পারফরম্যান্সে বেঙ্গল প্রো টি-২০ লিগে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৬ রানে রোমাঞ্চকর জয় তুলে নিল কলকাতা। শনিবার দুপুরে ইডেনে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে হারায় কলকাতা টাইগার্স। ম্যাচের সেরা মিতা। ৫২ বলে ৫১ রান করার পাশাপাশি, ১২ রানে জোড়া উইকেট তুলে নেন। ব্যাটে-বলে অবদান রেখে কলকাতাকে জিততে সাহায্য করেন। গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নেন কলকাতার অধিনায়ক। পরপর দু'বার মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় কলকাতা। মিতা ছাড়া কেউ দাঁড়াতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান পর্না পালের। ১৪ রান করেন। সোবিস্কোর হয়ে ৮ রানে ৩ উইকেট নেন জেনি পরভিন। কিন্তু মিতার দাপুটে পারফরম্যান্সে ম্লান হয়ে যায়। অল্প রান তাড়া করতে নেমে ধরাশায়ী মালদা। ৫.২ ওভারে মাত্র ২২ রানে ৪ উইকেট হারায়। মিতা পাল এবং প্রতিভা মান্ডির স্পিনে কুপোকাত সোবিস্কোর ব্যাটাররা‌। কেউ দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। পুরো আধিপত্য ছিল কলকাতার বোলারদের। শেষমেষ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে জেতে কলকাতা টাইগার্স। এদিন মেয়েদের ফাইনাল শুরুর আগে মাঠে ট্রফি প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং সচিব নরেশ ওঝা। এছাড়াও ছিলেন প্রাক্তন মহিলা ক্রিকেটাররা।