আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট ক্রমতালিকায় সর্বকালের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। বুধবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে সাত নম্বরে উঠে এসেছেন পন্থ। লিডসে দুই ইনিংসে জোড়া শতরান। ১৩৪ এবং ১১৮ রান করেন ভারতের সহ অধিনায়ক। অ্যান্ডি ফ্লাওয়ারের পর দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে এই নজির গড়েন। মৃত্যুমুখ থেকে ফিরে এসে এই পর্যায় এমন পারফরমেন্স কুর্নিশ জানানোর মতো। ১৫ মাস ক্রিকেটের বাইরে থাকেন। তারপর টি-২০ বিশ্বকাপে ধুন্ধুমার প্রত্যাবর্তন।
হেডিংলিতে দুরন্ত জোড়া শতরানের পর পন্থের প্রশংসা না করে থাকতে পারছেন না লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে তাঁর দলের অধিনায়ক ঋষভ। গোটা লিগে ছন্দে ছিলেন না। তাঁর ওপর বিরক্ত প্রকাশ করেন লখনউয়ের মালিক। আইপিএলের শেষ ম্যাচে শতরান করেছিলেন পন্থ। কিন্তু তাতে খুব বেশি আগ্রহ দেখাননি গোয়েঙ্কা। কিন্তু এবার আর চুপচাপ বসে থাকতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় নিজের দলের অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দেন। সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, 'মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে। ঋষভ পন্থের কামব্যাক গল্প অনুপ্রেরণা যোগায়। একের পর এক নতুন রেকর্ড করছে। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ৮০০ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। প্রতিনিয়ত নিজের মাপকাঠি বাড়ায়। বাকি সিরিজের জন্য পন্থ এবং টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা রইল।' আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি দিয়ে পন্থকে কেনে লখনউ সুপার জায়ান্টস। কোটিপতি লিগের ইতিহাসে যা সর্বোচ্চ।
