আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ড সফরের ছন্দে লোকেশ রাহুল। ঘরের মাঠেও। ব্রিটিশদের মাঠে গিয়ে টেস্ট সিরিজে পাঁচশোর উপর রান করেছিলেন রাহুল। ছিল শতরানও। এবার আমেদাবাদে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টেই ঝকঝকে শতরান করলেন রাহুল। যদিও অর্ধশতরানের পর আউট হয়ে যান অধিনায়ক শুভমান গিল।


আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তুলেছে ৩ উইকেটে ২১৮। এখনই ক্যারিবিয়ানদের থেকে এগিয়ে ৫৬ রানে। এদিন শুভমান গিল ৫০ রান করে আউট হয়ে যান। উইকেটে রাহুলের (‌১০০)‌ সঙ্গে রয়েছেন ধ্রুব জুরেল (‌১৪)‌।


এটা ঘটনা, দেশের মাটিতে এটা দ্বিতীয় টেস্ট শতরান রাহুলের। সব মিলিয়ে টেস্টে ১১ নম্বর শতরান করলেন তিনি। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি। সব মিলিয়ে ৩১৯৯ দিন পর দেশের মাটিতে টেস্ট শতরান করলেন তিনি।

এটা ঘটনা, চলতি বছরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে বেশ ভাল পারফর্ম করেছিলেন। আইপিএলেও নতুন দলে অনবদ্য ব্যাটিং করেন। তারপর ইংল্যান্ড সফর। পাঁচটি টেস্টে ৫৩২ রান করেন কর্নাটকি ব্যাটার। ২০০৩ সালের পর এই প্রথম কোনও ওপেনার ইংল্যান্ড সফরে গিয়ে এত রান করেছেন। তবে আইপিএলে ভাল খেললেও এশিয়া কাপের দলে রাহুলের সুযোগ হয়নি। 


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে থেকেই অবশ্য রাহুলের ফর্ম ভাল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন। তাঁর চোট সংশয়ে রেখেছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু চতুর্থ দিনে মাঠে নেমে ১৭৬ রানের অনবদ্য ইনিংস আসে রাহুলের ব্যাট থেকে। সেই ফর্ম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন তিনি। ১৯০ বলে সেঞ্চুরি হাঁকান তারকা ব্যাটার। ১২টি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন রাহুল। শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন। সম্ভবত নিজের শিশুকন্যাকে উৎসর্গ করে এই সেলিব্রেশন।