আজকাল ওয়েবডেস্ক: গোল করেছেন, ম্যাচের সেরাও হয়েছেন কিন্তু তাঁর দলই তো জিতল না! বড় ব্যবধানে হারতে হল ইন্টার মায়ামিকে। এত বড় ব্যবধানে হার মেসির কেরিয়ারের অন্যতম হতশ্রী হারের মধ্যে একটি।
মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হার মানে মায়ামি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে এত বড় ব্যবধানে আগে কখনও হারেনি মেসি।
এদিন মেসি সঙ্গী হিসেবে পাননি লুইস সুয়ারেজকে। গোটা ম্যাচে মেসির দলকে ভুগতে হয়েছে রক্ষণ নিয়ে। প্রথমার্ধে গোলে ২-০ গোলে এগিয়ে যায় মিনেসোটা। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে মেসি গোল করেন মায়ামির হয়ে।
এর পরে ফের মিনেসোটার শাসন চলে। মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট আত্মঘাতী গোল করে বসেন। ৭০ মিনিটে রবিন লডের মিনেসোটা ৪-১ করে ফেলে। ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি মায়ামির পক্ষে।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখন ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে। মিনেসোটা দু'নম্বরে।
